Chandra Shukra Yuti: আজই সেই দিন, জানেন কি চাঁদ ও মঙ্গলের সংযোগে আমূল বদলে যাচ্ছে ভাগ্য, কাল থেকেই দেখবেন বড়,বড় সাফল্য
- Published by:Debalina Datta
Last Updated:
Chandra Shukra Yuti: মেষ রাশিতে ঘটতে চলেছে চন্দ্র আর শুক্রের শুভ সংযোগ, জীবনের প্রতিটি ক্ষেত্রে দারুণ সাফল্য পেতে চলেছেন এই তিন রাশির জাতক-জাতিকারা
advertisement
1/8

কলকাতা: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহের গতি জীবনের বিভিন্ন ক্ষেত্রের উপর গভীর প্রভাব ফেলে। দৃক পঞ্চাঙ্গ অনুসারে, ২০ জুন ২০২৫ তারিখে রাত ৯টা ৪৪ মিনিট নাগাদ মেষ রাশিতে চন্দ্রের গোচর ঘটবে। এদিকে আগে থেকেই মেষ রাশিতে বিরাজ করছেন শুক্র। এর ফলে মেষ রাশিতে চন্দ্র এবং শুক্রের যুতি তৈরি হচ্ছে।
advertisement
2/8
জ্যোতিষী হর্ষবর্ধন শান্ডিল্য বলেছেন যে, এই যুতি রাশিচক্রের বিভিন্ন রাশির জীবনে সুখ, বিলাসিতা এবং মানসিক ভারসাম্য বয়ে আনবে। শুধু তা-ই নয়, এই শুভ সংযোগ ৩টি রাশির জাতক-জাতিকাদের জীবনে বিশেষ প্রভাব বিস্তার করতে চলেছে। তাহলে জেনে নেওয়া যাক, এই যুতি কোন তিনটি রাশির জীবনে সৌভাগ্য বয়ে আনছে।
advertisement
3/8
মেষ রাশি:চন্দ্র এবং শুক্র একসঙ্গে মেষ রাশিতেই অবস্থান করছেন, ফলে এই রাশির জাতক-জাতিকারাই সবথেকে বেশি লাভবান হতে পারেন। এই সময়ে তাঁদের আত্মবিশ্বাস অসাধারণ ভাবে বৃদ্ধি পাবে। জীবনে এতদিন যে সুখ-সুবিধা আটকেছিল, সেগুলি ধীরে ধীরে লাভ করতে শুরু করবেন মেষ রাশির জাতক-জাতিকারা।
advertisement
4/8
কর্মক্ষেত্রে তাঁদের ভাবমূর্তি উন্নত হবে এবং তাঁরা ব্যক্তিগত বিকাশের জন্য ভাল সুযোগ পাবেন। প্রেমের সম্পর্কের মধ্যে মধুরতা আসবে এবং আপনি আরও আকর্ষণীয় ও চিত্তাকর্ষক বোধ করবেন। এটি নিজের মধ্যে এনার্জির সঞ্চার করতে হবে এবং নতুন উৎসাহ নিয়ে এগিয়ে যেতে হবে।
advertisement
5/8
কর্কট রাশি:কর্কট রাশির জাতক-জাতিকার জন্য এই গোচরটি বিশেষ করে সামাজিক এবং পেশাগত দিক থেকে উপকারী বলে প্রমাণিত হতে পারে। এই সময়ে কর্কট রাশির জাতক-জাতিকাদের এমন মানুষের সঙ্গে যোগাযোগ হবে, যাঁরা ভবিষ্যতে তাঁদের জন্য উপকারী বলে প্রমাণিত হতে পারে।
advertisement
6/8
জ্যোতিষী হর্ষবর্ধন শান্ডিল্যের মতে, এই সময়টি কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য একটি নতুন ব্যবসা বা প্রকল্প শুরু করার ক্ষেত্রে অনুকূল। তাঁদের যোগাযোগের ধরন উন্নত হবে। এতে এই রাশির জাতক-জাতিকারা সামাজিক স্তরে স্বীকৃতি এবং সম্মান পাবেন। ব্যক্তিগত জীবনেও সম্পর্কের ক্ষেত্রে মধুরতা বজায় থাকবে। প্রেমজীবনে নতুন কিছু ঘটার সম্ভাবনা রয়েছে।
advertisement
7/8
সিংহ রাশি:সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য এই শুভ সংযোগ নতুন সূচনা এবং ইতিবাচক শক্তি বয়ে নিয়ে আসছে। যাঁরা নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই সময়টি বিশেষ ভাবে অনুকূল।
advertisement
8/8
সঙ্গীর সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং পারিবারিক পরিবেশে শান্তির আবহ বজায় থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে। যার ফলে এই রাশির জাতক-জাতিকারা পূর্ণ উৎসাহ এবং উদ্যমের সঙ্গে কর্মক্ষেত্রে আরও ভাল পারফর্ম করতে পারবেন। ব্যবসায়িক অংশীদারের সঙ্গে সমন্বয়ও শক্তিশালী হবে, যার ফলে আর্থিক লাভের যোগ প্রবল।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Chandra Shukra Yuti: আজই সেই দিন, জানেন কি চাঁদ ও মঙ্গলের সংযোগে আমূল বদলে যাচ্ছে ভাগ্য, কাল থেকেই দেখবেন বড়,বড় সাফল্য