Money-Success: সাতটা শুকনো লঙ্কা বদলে দেবে জীবন! সব কাজে সাফল্য! সোনা ফলবে! হুহু করে আসবে টাকা! করতে হবে এই ছোট্ট কাজ
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Money-Success: সাতটা শুকনো লঙ্কা দিয়ে এই কাজ করলেই বদলে যাবে আপনার জীবন! জানুন
advertisement
1/10

প্রত্যেকের জীবনেই এমন একটা সময় আসে যখন মনে হয় ঘুরে দাঁড়ানো বোধ হয় আর সম্ভব না! সফলতা আটকে যায়! নানা কাজে বাধা আসে! টাকা পয়সার অভাব দেখা দেয়! তবে এই সময় মনের জোর হারিয়ে ফেললে চলবে না! photo source collected
advertisement
2/10
খুব সহজ উপায়ে নিজের জীবনের খারাপ সময়কে আপনি দূর করতে পারেন! তার জন্য দরকার মাত্র সাতটি শুকনো লঙ্কা! অনাক হবেন ফল জানলে photo source collected
advertisement
3/10
যদি সব কাজে বাধা আসে! কোনও ভাবেই সাফল্য না আসে! চাকরি বা ব্যবসায় ক্ষতি হয়। বাড়িতে অশান্তি দেখা দেয়! টাকা পয়সার চরম অভাবে পড়েন? তবে শুকনো লঙ্কা দিয়ে করুন এই কাজ! photo source collected
advertisement
4/10
জীবনের সব সমস্যাকে মূল থেকে উপড়ে ফেলতে পারে শুকনো লঙ্কা! জীবনকে সাফল্য আর টাকায় ভরিয়ে দিতে পারে শুকনো লঙ্কা! ভুলে যাবেন অভাব কাকে বলে! photo source collected
advertisement
5/10
একটি পাত্রে জল নিন! তাতে শুকনো লঙ্কা চিড়ে তার থেকে ২১টি বীজ বের করে ওই জলে ভিজিয়ে রাখুন! রাতে বিছানার কাছে রেখে ঘুমিয়ে পড়ুন। সকালে ওই জল গোটা ঘরে ছিটিয়ে দিন! রাতারাতি বদলে যাবে ভাগ্য! photo source collected
advertisement
6/10
শত্রুদের দমন করতে চাইলে সাতটা শুকনো লঙ্কা সুতোয় বেঁধে ঘরের যে কোনও কোণায় ঝুলিয়ে দিন! সব ঝামেলা থেকে মুক্তি মিলবে! photo source collected
advertisement
7/10
চরম অর্থ কষ্টে থাকলে এই কাজ করুন! টাকা আসবে হুহু করে! একটা রুমালে সাতটা লাল শুকনো লঙ্কা বেঁধে নিজের সঙ্গে রাখুন! সাত দিন পর ফের রুমালটি বদলে নিন! পুরনো লঙ্কা গুলোই নতুন রুমালে বেঁধে নিন! আটকে থাকা টাকা পেয়ে যাবেন! সব অর্থ কষ্ট কেটে যাবে! photo source collected
advertisement
8/10
চাকরির ইন্টারভিউ বা কোনও কাজে সাফল্য চাইলে এই কাজ করুন! পাঁচটি শুকনো লঙ্কা দরজার সামনে রেখে বেরোনোর সময় এই লঙ্কা গুলোকে পা দিয়ে চেপে হেঁতে যান! সাব কাজে সফল হবেন! photo source collected
advertisement
9/10
ব্যবসায় উন্নতি চাইলে তিনটি মাটির প্রদীপে সরষে, তিল, নুন, হলুদ ও আস্ত ধরে রাখুন। এর পর এতে শুকনো লঙ্কা রাখুন। এবং ব্যবসার জায়গায় আরতি করুন! কয়েকদিনে উপকার মিলবে! photo source collected
advertisement
10/10
আপনার বা শিশুর যদি খারাপ নজর লেগে থাকে তবে সাতটি শুকনো লঙ্কা নিন! ও কয়েটটি কালো সরষে! হাতে নিয়ে শিশুর বা আপানর গোটা শরীরের পা থেকে মাথা পর্যন্ত সাত বার বুলিয়ে নিন! এই সময় নিশ্বাস বন্ধ রাখবেন! এবার এই লঙ্কা আগুনে দিয়ে দিন! এক ফোঁটাও গন্ধ বের হবে না শুকনো লঙ্কার! বুঝবেন আপনি নজর মুক্ত! photo source collected
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Money-Success: সাতটা শুকনো লঙ্কা বদলে দেবে জীবন! সব কাজে সাফল্য! সোনা ফলবে! হুহু করে আসবে টাকা! করতে হবে এই ছোট্ট কাজ