TRENDING:

Money Plant: এই গাছের পাতা বিষ! শিশু বা পোষ্যের মুখে গেলে চরম বিপদ হতে পারে, জানুন

Last Updated:
Money Plant: এই অত্যন্ত পরিচিত ও ঘরে ঘরে দেখা যাওয়া মানি প্ল্যান্টের বিশেষ একটি দিকের কথা না জানলে হয়ে যেতে পারে বিরাট বিপদ।
advertisement
1/8
এই গাছের পাতা বিষ! শিশু বা পোষ্যের মুখে গেলে চরম বিপদ হতে পারে, জানুন
ঘরে মানি প্ল্যান্ট লাগালে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ে। বাস্তু মতে বাড়িতে মানি প্ল্যান্ট রাখলে টাকা বাড়ে। বাড়ি ছাড়াও অফিস বা দোকানেও রাখতে পারেন। আর্থি সংকট এড়াতে অনেকেই বাস্তশাস্ত্রের এই টোটকা মেনে ঘরে ও অফিস ডেস্কে মানি প্ল্যান্ট রাখেন। এতে ঘরের শোভাও বাড়ে একইসঙ্গে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/8
কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই অত্যন্ত পরিচিত ও ঘরে ঘরে দেখা যাওয়া মানি প্ল্যান্টের বিশেষ একটি দিকের কথা না জানলে হয়ে যেতে পারে বিরাট বিপদ। কারণ, তাঁদের মতে মানি প্ল্যান্টের পাতা বিষাক্ত।
advertisement
3/8
বায়োলজি অধ্যাপক মোতিলাল সিংয়ের মতে, মানি প্ল্যান্টের পাতায় ক্যালসিয়াম অক্সালেট রাফাইডস থাকে। এটি মুখে গেলে সংক্রমণ, বমি, গিলতে সমস্যা হতে পারে। অন্তত পোষ্যের ক্ষেত্রে এমনই উদাহরণ পাওয়া গিয়েছে।
advertisement
4/8
দ্য আমেরিকান সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস এই মানি প্ল্যান্টকে বিষাক্ত গাছ হিসেবে তালিকাভুক্ত করেছে। বিড়াল ও কুকুরের পেটে গেলে এতে পোষ্যের মৃত্যুও হতে পারে।
advertisement
5/8
একই আশঙ্কা থেকে যায় শিশুদের ক্ষেত্রেও। অনেক সময়ই ঘরের ভিতরে হাতের নাগালে থাকা গাছের পাথা ছিঁড়ে মুখে দিতে পারে শিশুরা। সেক্ষেত্রেও এটি বিষের মতো কাজ করবে শিশুর শরীরে।
advertisement
6/8
এতে মৃত্যুর সম্ভাবনা না থাকলেও, শরীর খারাপ, বমি, পেটের সমস্যা দেখা দিতে পারে। হতে পারে অ্যালার্জির সমস্যাও। সে কারণে ঘরে গাছ রাখলে অবশ্যই শিশু ও পোষ্যের নাগালের বাইরে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
advertisement
7/8
বাস্তুমতে, মানি প্ল্যান্ট যত সবুজ হয় ততই শুভ। এর পাতাগুলি বিবর্ণ, হলুদ বা সাদাকে অশুভ বিবেচনা করা হয়। এজন্য এর খারাপ পাতা অবিলম্বে ছিঁড়ে ফেলা উচিত। গাছটি ভালভাবে রক্ষণাবেক্ষণ করা উচিত।
advertisement
8/8
বাস্তুমতে, মানি প্ল্যান্ট একটি লতা জাতীয় গাছ। তাই এটি উপরের দিকে যাতে সঠিক ভাবে বাইতে পারে তার জন্য ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই গাছটি যদি মাটিতে ছড়িয়ে যায় তবে বাস্তু দোষ বৃদ্ধি পেতে থাকে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Money Plant: এই গাছের পাতা বিষ! শিশু বা পোষ্যের মুখে গেলে চরম বিপদ হতে পারে, জানুন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল