Money Horoscope| Money Mantra|| ১১ মার্চ হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন
- Published by:Shubhagata Dey
- trending desk
Last Updated:
Money Horoscope: জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!
advertisement
1/13

*আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক আজকের রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!
advertisement
2/13
*মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বড় পরিকল্পনার ফল ভাল হবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফল।
advertisement
3/13
*বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০। ব্যবসায়িক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু অর্জন করা যাবে। পেশাগত প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব হবে। প্রতিকার: কালো কুকুরকে সর্ষের তেল মাখান রুটি খেতে দিন।
advertisement
4/13
*মিথুন: মে ২১ থেকে জুন ২০। বড়োদের কথা শুনে চলা দরকার। পরিকল্পনা সফল হবে। নিয়ম মেনে কাজ করতে হবে। অভিজ্ঞতার মূল্য পাওয়া যাবে। প্রতিকার: হনুমান চালিসা পাঠ করুন।
advertisement
5/13
*কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২। অর্থনৈতিক ক্ষেত্র মজবুত হবে। কেরিয়ার ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা। কোনও কাজ ফেলে রাখা ঠিক হবে না। প্রতিকার: বটবৃক্ষের নিচে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান।
advertisement
6/13
*সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। কর্মক্ষেত্রে সমস্যার সমাধান হতে পারে। চাকরিরতরা ভাল ফল পাবেন। দক্ষতা বাড়বে। প্রতিকার: ৭ বার হনুমান চালিসা পাঠ করুন।
advertisement
7/13
*কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। অংশীদারিত্বের শক্তি বৃদ্ধি পাবে। সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে। প্রতিকার: বন্দি পাখি মুক্ত করুন।
advertisement
8/13
*তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। সংবেদনশীলতার সঙ্গে এগিয়ে যেতে হবে। অপ্রত্যাশিত ফল লাভ হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি। প্রতিকার: প্রবহমান জলস্রোতে রৌপ্যমুদ্রা নিবেদন করুন।
advertisement
9/13
*বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। কেয়িরার ব্যবসায় উদ্যম বজায় থাকবে। প্রত্যাশার চেয়ে বেশি আয়ের সম্ভাবনা। প্রতিকার- ভগবাব হনুমানকে নারকেল নিবেদন করুন।
advertisement
10/13
*ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। কর্মক্ষেত্রে ভাল ফল করা সম্ভব হবে। লক্ষ্যে স্থির থাকতে হবে। পেশাদারিত্বের সুফল মিলবে। প্রতিকার- ১০৮ বার গায়ত্রী মন্ত্র জপ করুন।
advertisement
11/13
*মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। ব্যবসায় সুখবর আসতে পারে। নতুন আয়ের উৎস খুলে যেতে পারে। প্রতিকার- ভগবান গণেশকে দূর্বা নিবেদন করুন।
advertisement
12/13
*কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। বিদেশে কাজের সুযোগ আসতে পারে। প্রতিকার- মাকে কিছু মিষ্টি খেতে দিন।
advertisement
13/13
*মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। সমস্ত ক্ষেত্রে কাজ ভাল হবে। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি। লক্ষ্য পূরণ হবে। প্রতিকার- ভগবান গণেশকে লাড্ডু নিবেদন করুন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Money Horoscope| Money Mantra|| ১১ মার্চ হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন