Money Making Astro Tips: বসন্তের এই ফুলকে অঙ্গসজ্জার উপকরণ ভাবেন, ভুল করছেন, টাকা টানবে চুম্বকের মতো
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Money Making Astro Tips: হলুদ পলাশের বিশাল গুরুত্ব বাস্তু শাস্ত্রে, এই ফুল টাকা আনে হু হু করে
advertisement
1/5

বসন্ত মানেই গাছে যেন আগুন লেগেছে। চারপাশে পলাশ ফুলের ছড়াছড়ি।তবে পলাশ বিভিন্ন ধরনের হয়।শুধুই লাল নয়,পলাশ হয় হলুদ-ও। কিন্তু হলুদ পলাশ খুবই বিরল। বাস্তুশাস্ত্রে এই পলাশের বিশাল গুরুত্ব। বিশ্বাস করা হয়, বাড়িতে এই পলাশ ফুল রাখলে টাকার অভাব হবে না কোনওদিন।রোজগার বাড়ে হু হু।
advertisement
2/5
তারাপীঠ মহাশ্মশানে আগত বিপ্লব শাস্ত্রী জানান এই হলুদ পলাশের বিশাল গুরুত্ব বাস্তু শাস্ত্রে। বাস্তুমতে, এই ফুল টাকা আনে হু হু করে। বাড়িতে এই ফুল রাখলে সমস্ত আর্থিক সংকট কেটে যায়। পাশাপাশি ওষুধ এবং রং বানাতেও এই ফুল ব্যবহার করা হয়।
advertisement
3/5
হলুদ পলাশের গাছ চোখেই পড়ে না বলা যায়। তবে বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্ভুক্ত কামারহাটি এলাকায় মাত্র দুটি হলুদ পলাশ ফুলের গাছ আছে।
advertisement
4/5
এলাকাবাসীরা নিজের যত্নে বাঁচিয়ে রেখেছেন এই পলাশ গাছটিকে। এই গাছের ফুলের উপকারিতা থাকার কারণে দূর দুরান্ত থেকে অনেকেই এই ফুল নিয়ে যান।
advertisement
5/5
বাস্তুমতে, এই একটা ফুল-ই আপনাকে বড়লোক বানিয়ে দিতে পারে। তাই এই ফুলের চাহিদাও রয়েছে প্রচুর।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Money Making Astro Tips: বসন্তের এই ফুলকে অঙ্গসজ্জার উপকরণ ভাবেন, ভুল করছেন, টাকা টানবে চুম্বকের মতো