Money Making Astro Tips: কোনও বাধাই বাধা থাকবে না, টাকা টেনে নেবে হু হু করে, বাড়ির এক কোণে জায়গা দিন এই গাছকে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Money Making Astro Tips: ফিকাস ইলাস্টিকা নামে এই রাবার গাছটি বাড়ির ইনডোর বা আউটডোর যে কোন জায়গায় রাখতে পারবেন।
advertisement
1/6

: বাড়িতে লাগানোর জন্য একটি নিখুঁত ইনডোর প্ল্যান্ট খুজছেন?।এমন গাছ খুঁজছেন যে গাছ সহজে দ্রুত বৃদ্ধি পায় এবং সহজে যত্ন নেওয়া যায় এবং যার রয়েছে অনেক গুনাগুন । তাহলে আপনার বাড়ির জন্য একটি দুর্দান্ত গাছ হতে পারে রাবার গাছ। Photo- Representative
advertisement
2/6
ফিকাস ইলাস্টিকা নামে এই রাবার গাছটি বাড়ির ইনডোর বা আউটডোর যে কোন জায়গায় রাখতে পারবেন। সমগ্র ইউরোপ ও আমেরিকাতে এ গাছ বাড়িতে রাখার নিয়ম রয়েছে।তাদের বিশ্বাস এই গাছ বাড়িতে রাখলে নাকি সৌভাগ্য বয়ে নিয়ে আসে।ইনডোর প্লান্ট হিসেবে এই রাবার প্ল্যান ভীষণ কার্যকরী। এই গাছ বাড়িতে দূষণ হাওয়া শোধন করার কাজে ভীষন ভাল কাজ করে। এর পাতাগুলো বড় বড় হওয়ার কারণে অনেক বেশি কার্বন-ডাই-অক্সাইড শোষণে ক্ষমতা তৈরি করে।
advertisement
3/6
জানালায় ,বারান্দায় ,ড্রয়িং রুমে , ব্যালকনি বা বেডরুমে যেকোনও জায়গায় আপনি এই রাবার গাছ রাখতে পারেন। দিনে ৩-৪ ঘণ্টার বেশি সূর্যের আলো পায় না এমন স্থানে এ গাছটি রাখলে এরা ভীষণ ভালভাবে বৃদ্ধি পায়। এই রাবার গাছ একটু পাহাড়ে বা পাথরে জমিতে হয়।
advertisement
4/6
এই গাছের গোড়ায় জল জমে থাকলে গাছের প্রচুর ক্ষতি হয়। আস্তে আস্তে গাছটি মারা যায় সুতরাং টবের মাটিতে অতিরিক্ত যাতে জল দাঁড়িয়ে না থাকে সেরকম একটি জায়গায় এটি রাখতে হবে। এই এই গাছ মূলত রাবারের উৎস হিসেবে চাষ করা হয়। এই রাবার গাছের পাতা থেকে দুধ যুক্ত সাদা পদার্থ বের হয় যা রাবার তৈরিতে ব্যবহার করা হয়।
advertisement
5/6
গাছ বিশেষজ্ঞ তারাপ্রসাদ জানান, এই রাবার গাছ শুধু রাবার উৎপাদনের জন্যই নয়, এর আরোও বিভিন্ন উপকারিতা রয়েছে।স্ট্রেস থেকে মুক্তি দেয়। এছাড়া বাতাস কে বিশুদ্ধ করতে সাহায্য করে যা ঘুমের গুণমানকে উন্নত করে। শুধু তাই নয় বাস্তু মতে, এই গাছ বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে রাখলে সৌভাগ্য এবং প্রাচুর্য নিয়ে আসে।
advertisement
6/6
ঘরে নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক উন্নত করে। তাহলে আপনার বাড়ির সুখ ও সমৃদ্ধি বজায় রাখতে এবং সৌভাগ্য সাফল্য পাওয়ার জন্য বাড়িতে আজই নিয়ে আসুন একটি রাবার গাছ। Input- Piya Gupta
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Money Making Astro Tips: কোনও বাধাই বাধা থাকবে না, টাকা টেনে নেবে হু হু করে, বাড়ির এক কোণে জায়গা দিন এই গাছকে