Money Catching Plant: মানিপ্ল্যান্ট বা কারাসুলা নয়, বাঙালির খুব চেনা এই গাছ টাকার চুম্বক, একবার লাগালে মা লক্ষ্মী এখানেই বাস করবেন
- Reported by:Nayan Ghosh
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Money Catching Plant: মানিপ্ল্যান্ট নয়, বাড়িতে সঠিক নিয়মে রাখুন এই গাছ! বাড়িতেই বাস করবেন মা লক্ষ্মীখেয়াল রাখতে হবে যেন এই গাছের কারণে বাড়িতে আলো ঢাকা বন্ধ না হয়।
advertisement
1/5

নারকেল এমন একটি গাছ, যার পাতা, ফল সবকিছুই মানুষের উপকারে আসে। কিন্তু আপনি কি জানেন, নারকেল গাছ আপনার বাড়ির বাস্তূর জন্য দারুণ কার্যকরী। জানিয়েছেন বাস্তুবিদ অচিন্ত্য দেওয়াসী।
advertisement
2/5
তিনি বলছেন, বাস্তুশাস্ত্র মতে বিশ্বাস করা হয়, যে বাড়িতে নারকেল গাছ থাকে, সেখানে বাস করেন স্বয়ং মা লক্ষ্মী। তার কৃপায় কেটে যায় সমস্ত আর্থিক বাধা-বিপত্তি। কিন্তু তার জন্য কিছু নিয়ম রয়েছে।
advertisement
3/5
এই বাস্তবিদ বলছেন, অর্থ সংক্রান্ত সমস্যায় পড়লে বা সংসারে শ্রীবৃদ্ধি চাইলে বাড়ির পশ্চিম অথবা দক্ষিণ দিকে নারকেল গাছ লাগানো উচিত। কিন্তু খেয়াল রাখতে হবে যেন নারকেল গাছের কারণে বাড়িতে আলো ঢাকা বন্ধ না হয়। পাশাপাশি নারকেল গাছ যেখানে থাকবে, সেই জায়গাটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
advertisement
4/5
তিনি আরও জানিয়েছেন, যদি দীর্ঘদিন ধরে পরিবারে কোনও সমস্যা চলতে থাকে অথবা কর্মক্ষেত্রে উন্নতি আটকে থাকে, তাহলে বাড়ির বাগানে অথবা বাড়ির উত্তর দিকে নারকেল গাছ রোপন করা উচিত।
advertisement
5/5
অচিন্ত্য বাবু জানিয়েছেন, বাস্তুশাস্ত্র মতে নারকেল গাছ কেটে দিলে তার নেতিবাচক প্রভাব পড়ে সংসারে। যদি কোনও গাছ বয়স বৃদ্ধির কারণে নষ্ট হয়ে যায়, তাহলে অন্য কথা। কিন্তু ইচ্ছাকৃতভাবে নারকেল গাছ ধ্বংস করলে তার ফল ভাল হয় না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Money Catching Plant: মানিপ্ল্যান্ট বা কারাসুলা নয়, বাঙালির খুব চেনা এই গাছ টাকার চুম্বক, একবার লাগালে মা লক্ষ্মী এখানেই বাস করবেন