TRENDING:

Vastu Tips: মানিব্যাগে অবশ্যই রাখুন ছোট্ট এই জিনিস, টাকার বন্যা বইবে, অভাব ছুঁতে পারবে না

Last Updated:
Money bag Vastu Tips: কিছু জিনিস পার্সে রাখলে তা সৌভাগ্য বয়ে আনতে পারে। কী কী জিনিস পার্সে রাখা হলে সৌভাগ্য বয়ে আনে...
advertisement
1/9
মানিব্যাগে অবশ্যই রাখুন ছোট্ট এই জিনিস, টাকার বন্যা বইবে, অভাব ছুঁতে পারবে না
*ভারতীয় বাস্তুশাস্ত্র মনে করে কিছু বস্তু ঘরে বা সঙ্গে রাখলে ভাগ্যের সহায়তা পাওয়া যেতে পারে। অনেকেই জানেন, মানিব্যাগ বা পার্সে কিছু বিশেষ বস্তু রাখা হলে সারা বছর অর্থের প্রবাহ ভাল থাকে। সংগৃহীত ছবি। 
advertisement
2/9
*কিন্তু পার্সে কোন বস্তু রাখতে হবে, তার সঙ্গে অর্থাগমের সম্পর্কই বা কী জেনে নেওয়া যাক বিস্তারিত... সংগৃহীত ছবি। 
advertisement
3/9
*অনেকেই তাঁদের পার্সে অন্য কোনও বস্তু রাখতে পছন্দ করেন না। তাঁরা চান সব সময় মানিব্যাগ পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড, বা আইডি কার্ড তো রাখতেই হয়। কেউ কেউ আবার তাঁদের প্রিয়জনের ছবিও লুকিয়ে রাখেন। সংগৃহীত ছবি। 
advertisement
4/9
*কিন্তু কিছু জিনিস পার্সে রাখলে তা সৌভাগ্য বয়ে আনতে পারে। কী কী জিনিস পার্সে রাখা হলে সৌভাগ্য বয়ে আনে! সংগৃহীত ছবি। 
advertisement
5/9
*মা-বাবা অথবা গুরুজনের লেখা কাগজপত্র পার্সে রাখা যেতে পারে। কারণ তাঁরা সর্বদা চান সন্তানের জীবনে সেরা ঘটনাটি ঘটুক। তাঁদের আশীর্বাদ সব সময় সঙ্গে থাকে। সংগৃহীত ছবি। 
advertisement
6/9
*হলুদ ও জাফরান রাখা যেতে পারে। খুব বেশি নয়। সামান্য এক চিমটে হলুদ বা জাফরান কোনও খামে ভরে লুকিয়ে রাখা যেতে পারে। এগুলি যে  কোনও বিপদ থেকে রক্ষা করবে। পণ্ডিতরা বলছেন, এটি আর্থিক সমস্যা থেকেও রক্ষা করবে। সংগৃহীত ছবি। 
advertisement
7/9
*জনসমক্ষে কখনই পার্স বের করা উচিত নয়। মানিব্যাগে অনেক টাকা থাকলেও, সকলের সামনে টাকা বের করা উচিত নয়। পণ্ডিতরা বলছেন, এমনটা করলে ব্যাগে নেতিবাচক শক্তি প্রবেশ করবে। সংগৃহীত ছবি। 
advertisement
8/9
*যদি কোনও ব্যক্তির স্বপ্ন থাকে কোনও কিছু ক্রয় করার বা অন্য কোনও চাহিদা, তা একটি সাদা কাগজে লিখে তা একটি লাল খামে ভরে ব্যাগে রাখতে পারেন। সংগৃহীত ছবি। 
advertisement
9/9
*বাস্তুশাস্ত্রের পণ্ডিতরা বলেন, সমস্ত হৃদয় দিয়ে চাইলে সেই ইচ্ছা শীঘ্রই পূরণ হবে। কারণ, যখনই পার্স বের করা হবে তখনই সেই লাল খামটি দেখা যাবে। বার বার মনে পড়বে ইচ্ছের কথা। আর তা পূরণের প্রচেষ্টাও বাড়বে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips: মানিব্যাগে অবশ্যই রাখুন ছোট্ট এই জিনিস, টাকার বন্যা বইবে, অভাব ছুঁতে পারবে না
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল