Moles Meaning: আপনার শরীরের কোথায় কোথায় তিল রয়েছে? দেহের এই অংশগুলিতে তিল থাকলে সৌভাগ্য কেউ রুখতে পারে না! জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Moles Meaning: যে ব্যক্তির পেটে তিল থাকে, তাঁরা খাদ্যরসিক হন। তিল নাভির বাম দিকে থাকলে ব্যক্তি পেটের রোগে ভোগে।
advertisement
1/8

সমুদ্রশাস্ত্রে ব্যক্তির শরীরের তিলকেও গুরুত্ব সহকারে বিচার করা হয়। তিলের প্রভাবে ব্যক্তির জীবনে শুভ ঘটনা ঘটবে না অশুভ ঘটনা, তা-ও জানা যায়। সমুদ্রশাস্ত্র অনুযায়ী শরীরের বিভিন্ন অংশের তিল বিভিন্ন বার্তা দেয়। কিছু জায়গার তিল শুভ সংকেত দেয়। আবার শরীরের কিছু জায়গার তিল খুব একটা শুভ হয় না। তবে শরীরে কিছু তিল বলে দেয়, যে আপনার লাখপতি হওয়া বা চরম সৌভাগ্যের অধিকারী হওয়া কেউ রুখতে পারবে না। দেখে নেওয়া যাক কোথায় কোথায় তিল থাকলে তা সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচিত হয়। জানুন, শরীরের কোন অংশের তিল কেমন ভবিষ্যতের দিকে ইঙ্গিত দিচ্ছে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/8
যে ব্যক্তির পেটে তিল থাকে, তাঁরা খাদ্যরসিক হন। তিল নাভির বাম দিকে থাকলে ব্যক্তি পেটের রোগে ভোগে। আবার নাভির নীচে তিল থাকলে যৌন রোগের সম্ভাবনা থাকে সেই ব্যক্তির।
advertisement
3/8
হস্তরেখা জ্যোতিষ অনুযায়ী, যে ব্যক্তির কপালের মাঝখানে তিল থাকে তাঁরা অত্যন্ত ভাগ্যবান হন। যে ফিল্ডেই প্রচেষ্টা করুক না-কেন, তাতেই ভাগ্যের সঙ্গ পান এবং জীবনে সাফল্য লাভ করেন।
advertisement
4/8
কোনও পুরুষের কানের পাশে অংশে ডান দিকে তিল থাকা শুভ। জীবনে নানা ধরনের সুখ-সুবিধা ও আনন্দ লাভের দিকে ইঙ্গিত করে এই তিল।
advertisement
5/8
শাস্ত্র মতে মনে করা হয় যে কাঁধে যদি তিল থাকে, তাহলে সেই ব্যক্তিরা বড়সড় কোনও সংকল্প নিতে পারেন। এমন ব্যক্তিরা ভবিষ্যতে বড়সড় কোনও পদে অধীন হন, জীবনে দশের হিতে কোনও বড় কাজ করতে পারেন।
advertisement
6/8
কোমরের বাঁ দিকে তিল থাকলে ব্যক্তি অনেক বেশি খরচা করতে পারেন। এঁরা খরুচে হন। তবে এঁদের আয়ের পরিমাণও শেষ হয় না। দানেই এঁরা বহু পূণ্য লাভ করেন।
advertisement
7/8
ডান দিকের গালে তিল থাকলে সেই সব মানুষদের বিবাহিত জীবন দারুণ ভাল হয়। এঁদের বৈবাহিক আনন্দ রীতিমতো তাক লাগায় অনেককে।
advertisement
8/8
পায়ের পাতায় যদি তিল থাকে , তাহলে তাঁদের দেশ বিদেশে যাত্রা হয়। বেড়ানোর সুখ এঁদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারে না। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Moles Meaning: আপনার শরীরের কোথায় কোথায় তিল রয়েছে? দেহের এই অংশগুলিতে তিল থাকলে সৌভাগ্য কেউ রুখতে পারে না! জানুন