Mole: ‘কোটিপতি’ হওয়ার লক্ষণ! শরীরের ঠিক এই জায়গায় তিল থাকলেই হাতে আসবে মুঠো মুঠো টাকা, ভাগ্যের রহস্য খুলে দেবে ছোট্ট তিল
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Astrology Lucky Mole: কাশীর জ্যোতিষাচার্য বিকাশ পাণ্ডে জানালেন দেহের কোন অঙ্গে তিল থাকা শুভ৷ কোন অঙ্গে, ঠিক কোথায় তিল থাকলে তা বলে দেয় ওই ব্যক্তির জীবনে কখনও ধনসম্পদের অভাব হবে না৷ ‘কোটিপতি’ হওয়ার লক্ষণ এই তিল৷ ব্যক্তির হাতের মুঠোয় থাকবে টাকা৷
advertisement
1/9

জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন দিক রয়েছে৷ এরই একটি অংশ হল সমুদ্র শাস্ত্র৷ মানুষের জীবনের সঙ্গে জড়িত ছোট-বড় প্রতিটি বিষয়ের সঙ্গেই যুক্ত রয়েছে সমুদ্রশাস্ত্র৷ এই শাস্ত্র অনুযায়ী, দেহের অঙ্গ প্রত্যঙ্গের গড়ন, তিল এই সমস্ত দেখেও বোঝা যায় কপাল৷
advertisement
2/9
পায়ের বা হাতের আঙুলের আকার, বা শরীরের কোনও অঙ্গে থাকা তিল৷ এসব দেখে বলে দেওয়া যায় কোনও ব্যক্তির চারিত্রিক দিক৷ বোঝা যায় ওই ব্যক্তির ভাগ্যে মা লক্ষ্মীর কৃপা থাকবে নাকি জীবনে সামলাতে হবে অনেক বেশি ঝড়ঝাপটা৷
advertisement
3/9
কাশীর জ্যোতিষাচার্য বিকাশ পাণ্ডে জানালেন দেহের কোন অঙ্গে তিল থাকা শুভ৷ কোন অঙ্গে, ঠিক কোথায় তিল থাকলে তা বলে দেয় ওই ব্যক্তির জীবনে কখনও ধনসম্পদের অভাব হবে না৷ ‘কোটিপতি’ হওয়ার লক্ষণ এই তিল৷ ব্যক্তির হাতের মুঠোয় থাকবে টাকা৷
advertisement
4/9
জ্যোতিষাচার্য পণ্ডিত বিকাশ পাণ্ডের মতে, মানুষের শরীরে কোথাও না কোথাও তিল থাকেই। কিন্তু যদি কোনও ব্যক্তির হাতের তালুতে তিল থাকে তা অত্যন্ত শুভ৷
advertisement
5/9
বিশেষত মুঠো বাঁধলে সেই তিলটি ঢেকে যায়, তাহলে সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যবান হন। বিশেষ করে যদি এই তিলটি ডান হাতের বন্ধ মুঠোর মধ্যে থাকে, তাহলে তার ফল আরও বেশি শুভ হয়।
advertisement
6/9
শাস্ত্র অনুযায়ী, এমন ব্যক্তিরা আর্থিকভাবে খুবই সমৃদ্ধ হন। সারাজীবন তাঁদের ওপর মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয় এবং এই সমস্ত ব্যক্তির জীবনে কখনওই ধন-সম্পদের অভাব থাকে না। এ ছাড়া অল্প পরিশ্রমেই এ ধরনের মানুষ প্রচুর সম্পদ অর্জন করেন।
advertisement
7/9
শুধু ধনসম্পদই নয়, এ ধরনের ব্যক্তিদের ভাগ্যও খুব শক্তিশালী হয় এবং তাঁদের আত্মবিশ্বাসও প্রবল থাকে। পাশাপাশি তাঁরা যে কোনও পরিস্থিতিতে মানসিকভাবে খুব দৃঢ় থাকেন।
advertisement
8/9
শুধু তাই নয়, তাঁদের হাতে প্রচুর দক্ষতা ও শিল্পকলা থাকে। তাঁরা যে কাজই করেন, তাতেই পারদর্শিতা অর্জন করেন। মোটকথা, এ ধরনের ব্যক্তির জীবনে সবসময় ধনবর্ষা হয়।
advertisement
9/9
পাশাপাশি জ্যোতিষাচার্য সাবধানও করলেন৷ তিনি জানালেন যাঁদের মুঠোর মধ্যে তিল থাকে, তাঁদের কিছু বিষয়ে বিশেষ খেয়াল রাখা উচিত। এ ধরনের ব্যক্তিদের স্বভাব সরল রাখা উচিত, যাতে তাঁরা সবার সঙ্গে সহজে মেলামেশা করতে পারেন। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Mole: ‘কোটিপতি’ হওয়ার লক্ষণ! শরীরের ঠিক এই জায়গায় তিল থাকলেই হাতে আসবে মুঠো মুঠো টাকা, ভাগ্যের রহস্য খুলে দেবে ছোট্ট তিল