Mokshada Ekadashi 2023: বড় সংযোগ! এ বছর কবে পড়ছে মোক্ষদা একাদশী? উপবাসের আগে জেনে নিন দিনক্ষণ তিথি
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Mokshada Ekadashi 2023: জ্যোতিষী আচার্য পণ্ডিত অমরনাথ দ্বিবেদী জানাচ্ছেন, এই উপবাসে মানুষ অনেক ধরনের লাভ পেতে পারেন। তবে তার আগে জেনে নিতে হবে এ বছর কবে কখন পড়েছে এই একাদশী।
advertisement
1/5

অগ্রহায়ণ মাস নারায়ণের প্রিয় মাস বলে প্রচলিত। সেই সময় অনেকেই নানা ধরনের উপবাস করেন থাকেন। মোক্ষদা (মোক্ষ) একাদশীও এই সময়েই পালন করা হয়।
advertisement
2/5
জ্যোতিষী আচার্য পণ্ডিত অমরনাথ দ্বিবেদী জানাচ্ছেন, এই উপবাসে মানুষ অনেক ধরনের লাভ পেতে পারেন। তবে তার আগে জেনে নিতে হবে এ বছর কবে কখন পড়েছে এই একাদশী। জানুন তিথি।
advertisement
3/5
জ্যোতিষী জানিয়েছেন, বাংলা পঞ্জিকা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী ২২ ডিসেম্বর সকাল ০৮:১৬ মিনিটে শুরু হবে। বাংলা ক্যালেন্ডার মতে তারিখটি হল, ৫ পৌষ, ১৪৩০।
advertisement
4/5
এই তিথি শেষ হবে ২৩ ডিসেম্বর সকাল ৭ টায়। এমন পরিস্থিতিতে, উদয় তিথি অনুসারে, মোক্ষদা (মোক্ষ) একাদশীর ব্রতপালন হবে শুধুমাত্র ২২ ডিসেম্বর, ২০২৩-এ। শনিবার পড়ছে সেই দিনটি।
advertisement
5/5
শুক্লপক্ষের এই একাদশীতে তুমুল সংযোগ তৈরি হচ্ছে, এই তিথিতে নিয়ম মেনে বিভিন্ন আচার আচরণ পালন করলে জীবনে বিশেষ প্রাপ্তি হতে পারে। (এই প্রতিবেদনের তথ্য জ্যোতিষের থেকে প্রাপ্ত, নিউজ ১৮ বাংলা এর কোনও তথ্য নিশ্চিত করে না )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Mokshada Ekadashi 2023: বড় সংযোগ! এ বছর কবে পড়ছে মোক্ষদা একাদশী? উপবাসের আগে জেনে নিন দিনক্ষণ তিথি