Mobile Number: আপনার মোবাইল নম্বরের শেষ সংখ্যা কত? এই সংখ্যাটি থাকলেই ‘জ্যাকপট’! হু হু করে বাড়বে ধনসম্পদ, তুঙ্গে বৃহস্পতি...ফোন নম্বরই বলে দেবে কপালের হাল
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Mobile Number: নিউমেরোলজি মতে মোবাইল ফোনের নম্বরের জীবনের উপর বিশেষ প্রভাব রয়েছে। বিশেষ করে মোবাইল নম্বরের শেষ ডিজিট বা শেষ সংখ্যাটির সঙ্গে জড়িয়ে ব্যক্তির ভাগ্য।
advertisement
1/9

জীবনের একেবারে শুরু জন্মলগ্ন, জন্মদিন। আদতে সংখ‍্যা। প্রত্যেকটি দিন, তারিখ, সময় সবই সংখ‍্যা। এমনকী সর্বক্ষণের সঙ্গী মোবাইল ফোনের নম্বরটিও আসলে সংখ‍্যা। মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে প্রতিটি ক্ষেত্রে জড়িয়ে রয়েছে সংখ‍্যা। সংখ‍্যাতত্ত্ব বা নিউমেরোলজি অনুযায়ী, এই সমস্ত সংখ‍্যার একটি গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে মানব জীবনে।
advertisement
2/9
সংখ‍্যাতত্ত্ব জ‍্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ দিক। সংখ‍্যাতত্ত্ব অনুযায়ী, মানুষের জীবনে বিশেষ ভূমিকা রয়েছে সংখ‍্যার। সকালের অ‍্যালার্ম থেকে কেনাকাটি, জীবনের প্রতিটি ক্ষেত্রে জড়িয়ে গিয়েছে মোবাইল ফোন।
advertisement
3/9
তাই নিউমেরোলজি মতে মোবাইল ফোনের নম্বরের জীবনের উপর বিশেষ প্রভাব রয়েছে। বিশেষ করে মোবাইল নম্বরের শেষ ডিজিট বা শেষ সংখ‍্যাটির সঙ্গে জড়িয়ে ব‍্যক্তির ভাগ‍্য। মোবাইল নম্বরের শেষ সংখ‍্যা কী হলে তা অত‍্যন্ত শুভ হয় জানেন?
advertisement
4/9
মোবাইল নম্বরের সংখ‍্যাতত্ত্ব বা মোবাইল নিউমারোলজি অনুযায়ী, মোবাইল নম্বরের শেষে ৩ সংখ‍্যাটি থাকলে তার প্রভাব কোনও ব‍্যক্তির জীবনে কেমন হয়? আপনার মোবাইল নম্বরের শেষে কী ৩ রয়েছে? তাহলে জেনে নিন।
advertisement
5/9
মোবাইল নিউমারোলজিতে ৩ সংখ‍্যাটিকে খুব শুভ বলে মনে করা হয়। মোবাইল নম্বর ৩ দিয়ে শেষ হওয়া ব্যক্তিদের খুব ভাগ্যবান বলে মনে করা হয়। ৩ সংখ‍্যাকে গুরুদের দেবতা বৃহস্পতি সংখ‍্যা হিসেবে বিবেচনা করা হয়। এটি শুভ ফলাফল নিয়ে আসে।
advertisement
6/9
৩ সংখ‍্যা জ্ঞানের সঙ্গে যুক্ত। ৩ সংখ‍্যা থাকা বা এর সঙ্গে সম্পর্কিত ব্যক্তিরা খুব জ্ঞানী হন। তারা যে ক্ষেত্রে কাজ করেন সেই ক্ষেত্রেই অগাধ জ্ঞান থাকে। বৃহস্পতি খুব শক্তিশালী গ্রহ। তাই এটি উল্লেখযোগ্য প্রভাব ফেলে।
advertisement
7/9
নিউমারোলজি অনুযায়ী, ৩ দিয়ে শেষ হওয়া মোবাইল নম্বর থাকা ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে বেশি কল আসে। কলার উচ্চ পদে থাকতে পারে, উল্লেখযোগ্য সামাজিক মর্যাদা থাকতে পারে। উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
advertisement
8/9
যাদের মোবাইল নম্বরের শেষ হয় ৩ দিয়ে, তারা যাদের মোবাইল নম্বরের শেষ হয় ৬ দিয়ে সেইসব ব‍্যক্তির সঙ্গে সমস্যায় পড়তে পারেন। কারণ এটি রাক্ষস গুরু শুক্রকে নির্দেশ করে। বৃহস্পতি ও শুক্র বিপরীত স্বভাবের বলে মনে করা হয়।
advertisement
9/9
মোবাইল নিউমারোলজি অনুযায়ী, মোবাইল নম্বরের শেষ চারটি সংখ‍্যা খুব গুরুত্বপূর্ণ। মোবাইল নম্বর নির্বাচন করার সময় ব‍্যক্তির জন্ম সংখ্যা, ভাগ্য সংখ‍্যার সঙ্গে মিলিয়ে নেওয়া উচিত। তবে এক্ষেত্রে মোবাইল নিউমেরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Mobile Number: আপনার মোবাইল নম্বরের শেষ সংখ্যা কত? এই সংখ্যাটি থাকলেই ‘জ্যাকপট’! হু হু করে বাড়বে ধনসম্পদ, তুঙ্গে বৃহস্পতি...ফোন নম্বরই বলে দেবে কপালের হাল