TRENDING:

Mehendi: আষাঢ় মাসে 'এই' কারণে মেহেন্দি পরুন! সৌভাগ্য সহায় হবে সর্বদা, কিন্তু কারা পরবেন?

Last Updated:
Mehendi: আষাঢ় মাসে মেহেন্দি পরা খুবই শুভ বলে মনে করা হয়। একই ভাবে মেহেন্দি গাছ লাগানোও ভাল। এর বিজ্ঞানসম্মত কারণ রয়েছে।
advertisement
1/8
আষাঢ় মাসে 'এই' কারণে মেহেন্দি পরুন! সৌভাগ্য সহায় হবে সর্বদা, কিন্তু কারা পরবেন?
*মেহেন্দি বা হিনার ব্যবহার ভারতবর্ষে ব্যাপক। বাঙালির মধ্যে এই জাতীয় রঞ্জকের ব্যবহার আগে তেমন না থাকলেও বর্তমানে বহুল প্রচলিত। এটিও বাঙালির আলতার মতোই এক ধরনের রঞ্জক, যা আদতে সুখ ও সমৃদ্ধিকে চিহ্নিত করে। সাধারণত বিবাহিত মহিলারা এই চিহ্ন বহন করেন। আবার অবাবিহিত কুমারী মেয়েরাও আসন্ন সোহাগের কামনায় হাতে পরেন। সংগৃহীত ছবি। 
advertisement
2/8
*উত্তর, উত্তর-পশ্চিম ভারতের সঙ্গে দক্ষিণ ভারতেও এই বিশেষ মঙ্গল চিহ্নকে আবশ্যিক বলে মনে করা হয়। কিন্তু হিনা কি শুধুই মিথ, নাকি এর পিছনে রয়েছে কোনও বিজ্ঞান, জেনে নেওয়া যাক বিস্তারিত। সংগৃহীত ছবি। 
advertisement
3/8
*অন্ধ্রপ্রদেশের মানুষ বিশ্বাস করেন, এই মেহেন্দি পাতার অনেক গুণ। তাঁরা মনে করেন বিশেষত, আষাঢ় মাসে অবশ্যই মেহেন্দি পরা প্রয়োজন। বাড়িতে এই গাছ লাগানোও ভাল। এর অবশ্য কোনও ধর্মীয় নীতি নেই। তাই নেই কোনও আচরণীয় বিধিনিষেধ। সংগৃহীত ছবি। 
advertisement
4/8
*কিন্তু মনে করা হয় নারীরা হাতে মেহেন্দির নকশা আঁকলে অনেক উপকার পাওয়া যায়। তাই আষাঢ় মাসে এই মেহেন্দি গাছ রাখা উচিত। অনেক এলাকায় বিশ্বাস করা হয় অবিবাহিত নারীরা হাতে মেহেন্দি পরলে তাঁরা সুদর্শন স্বামী পাবেন। সংগৃহীত ছবি। 
advertisement
5/8
*বিশেষত আষাঢ় মাসে মেহেন্দি পরা খুবই শুভ বলে মনে করা হয়। একই ভাবে মেহেন্দি গাছ লাগানোও ভাল। তার বিজ্ঞানসম্মত কারণ রয়েছে। সাধারণত জ্যৈষ্ঠের শেষ থেকেই অল্প বিস্তর বৃষ্টি পড়তে শুরু করে। আষাঢ় মাসের মধ্যেই তা গতি পায়। ফলে চারদিকে আর্দ্র আবহাওয়া থাকে। এরই মধ্যে খেতখামারের কাজ চলে জোর কদমে। সংগৃহীত ছবি। 
advertisement
6/8
*ফলে অনেক সময়ই দেখা দেয় চর্মরোগ। নষ্ট হয়ে যেতে পারে নখও। এই পরিস্থিতিতে হাতে মেহেন্দি লাগালে তা খানিকটা উপশম করতে পারে বলেই মনে করা হয়। সংগৃহীত ছবি। 
advertisement
7/8
*এ দিকে আষাঢ় মাসের বৃষ্টিতে মেহেদি গাছ কোমল পাতায় ছেয়ে যায়। সেই সময় মেহেন্দি পাতা সংগ্রহ করে নিলে গাছের কোনও ক্ষতিও হয় না। সংগৃহীত ছবি। 
advertisement
8/8
*অনেকে মনে করেন এই আষাঢ় মাসে বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই প্রকৃতির তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নেমে যায়, তার ফলে ঠান্ডা লেগে যাওয়া, কফের সমস্যা হতে পারে। মেহেন্দির মধ্যে রয়েছে এমন গুণ যা শরীরের তাপমাত্রায় সামঞ্জস্য বিধান করতে পারে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Mehendi: আষাঢ় মাসে 'এই' কারণে মেহেন্দি পরুন! সৌভাগ্য সহায় হবে সর্বদা, কিন্তু কারা পরবেন?
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল