May Grah Gochar: সূর্য ও অন্যান্য গ্রহের অবস্থান পরিবর্তন! মে মাসে ভাগ্য বদলে যেতে চলেছে এইসব রাশির জাতক-জাতিকাদের
Last Updated:
May 2023 Grah Gochar: জেনে নেওয়া যাক মে মাসে এই গ্রহের অবস্থান পরিবর্তনে কোন কোন রাশির মানুষরা উপকৃত হবেন।
advertisement
1/7

ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহই একটি নির্দিষ্ট সময় অন্তর নিজেদের অবস্থান পরিবর্তন করে। এই প্রক্রিয়াটিকে গোচর বলা হয়, যার প্রভাব প্রতিটি রাশিতে দেখা যায়। গ্রহ ও নক্ষত্রের গতিবিধির প্রভাব সমস্ত রাশির জাতক-জাতিকাদের উপরেই দেখা যায়। যখনই কোনও গ্রহ নিজের অবস্থান পরিবর্তন করে তখন এর খারাপ বা ভাল দুই রকমের প্রভাবই অনুভূত হয়।
advertisement
2/7
চলতি মে মাসে বেশ কিছু বড় গ্রহের অবস্থান পরিবর্তন হতে চলেছে, এর ফলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই মাসটি বিশেষ গুরুত্বপূর্ণ। এছাড়াও এই মাসের শুরুতেই চন্দ্রগ্রহণ সম্পন্ন হতে চলেছে। চন্দ্রগ্রহণের সময় চন্দ্র ও কেতুর মিলনে যুতি তৈরি হবে। এবারে জেনে নেওয়া যাক মে মাসে এই গ্রহের অবস্থান পরিবর্তনে কোন কোন রাশির মানুষরা উপকৃত হবেন।
advertisement
3/7
মিথুন রাশি- এই মাসে মিথুন জাতক-জাতিকারা তাঁদের পরিশ্রমের উপযুক্ত ফল পাবেন। পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে, আর্থিক পরিস্থিতিও আগের থেকে ভাল হবে। সম্পত্তি সংক্রান্ত আইনি মামলায় জয় হবে।
advertisement
4/7
সিংহ রাশি- চাকরি থেকে আয়ের সুযোগ তৈরি হবে। কেরিয়ারের দিক থেকেও এই সময়টি অত্যন্ত শুভ প্রমাণিত হতে চলেছে। পরিবারের আর্থিক পরিস্থিতিও আগের তুলনায় ভাল হবে।
advertisement
5/7
বৃশ্চিক রাশি- এই সময় বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা মনের মতো চাকরির সুযোগ পেতে পারেন। যে কোনও ক্ষেত্রেই জাতক-জাতিকারা জয়ী হবেন। এই সময় জাতক-জাতিকাদের জীবনে নানা ক্ষেত্রে উন্নতি বয়ে আনবে।
advertisement
6/7
মকর রাশি-এই মাসে পুরনো সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁরা দারুণ আর্থিক সাফল্য পাবেন। আর্থিক পরিস্থিত আগের তুলনায় মজবুত হবে।
advertisement
7/7
মীন রাশি-এই সময় নতুন নতুন মানুষদের সঙ্গে সম্পর্ক তৈরি হবে। পরিবারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। বৈবাহিক জীবনও আগের তুলনায় ভাল হবে। এই মাসে জাতক-জাতিকারা দারুন কিছু খুশির খবর পেতে পারেন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
May Grah Gochar: সূর্য ও অন্যান্য গ্রহের অবস্থান পরিবর্তন! মে মাসে ভাগ্য বদলে যেতে চলেছে এইসব রাশির জাতক-জাতিকাদের