Mauni Amavasya 2025 Date & Time: মৌনী অমাবস্যা কবে? নতুন বছরের প্রথম অমাবস্যাই বা কবে? জানুন মাঘী অমানিশার দিনক্ষণ ও তিথি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Mauni Amavasya 2025 Date & Time: মাঘী অমাবস্যাকে মৌনী অমাবস্যাও বলা হয়। এই তিথিতে মৌনব্রত পালন করা খুবই পুণ্যদায়ী ও শুভ বলে মনে করা হয়
advertisement
1/6

অপেক্ষা আর কিছুদিনের। তার পরই আসবে নতুন বছর, ২০২৫। নতুন বছরের প্রথম অমাবস্যা কবে পড়েছে, আসুন জেনে নিই।
advertisement
2/6
২০২৫ সালের প্রথম অমাবস্যা পালিত হবে ২৯ জানুয়ারি, বুধবার। ঘটনাচক্রে সেটাই পুণ্যতিথি মাঘী অমাবস্যা।
advertisement
3/6
মাঘী অমাবস্যাকে মৌনী অমাবস্যাও বলা হয়। এই তিথিতে মৌনব্রত পালন করা খুবই পুণ্যদায়ী ও শুভ বলে মনে করা হয়।
advertisement
4/6
২৮ জানুয়ারি মৌনী অমাবস্যা শুরু হচ্ছে সন্ধ্যা ৭.৩৫ মিনিটে। এই তিথি থাকবে ২৯ জানুয়ারি সন্ধ্যা ৬.০৫ পর্যন্ত।
advertisement
5/6
উদয় তিথি অনুসারে মাঘী বা মৌনী অমাবস্যা পালিত হবে ২৯ জানুয়ারি। তবে অমাবস্যায় যেহেতু মূলত নিশিকালীন আচারই প্রধান, তাই ২৮ জানুয়ারি অমাবস্যা শুরুর পরেও সেগুলি পলান করা যাবে।
advertisement
6/6
এই তিথিতে পুণ্যনদীতে স্নান, দানধ্যান-সহ একাধিক রীতিনীতি পালন করলে পুণ্য অর্জন হয় বলে প্রচলিত বিশ্বাস।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Mauni Amavasya 2025 Date & Time: মৌনী অমাবস্যা কবে? নতুন বছরের প্রথম অমাবস্যাই বা কবে? জানুন মাঘী অমানিশার দিনক্ষণ ও তিথি