TRENDING:

Mauni Amavasya Vastu Eating Tips: রাত পোহালেই মৌনী অমাবস্যা! ভুলেও খাবেন না ফুলকপি, বাঁধাকপি-সহ ৪ সবজি! রোগে ছারখার সংসার! অভাবে লন্ডভন্ড জীবন!

Last Updated:
Mauni Amavasya Vastu Eating Tips: গুরুত্বপূর্ণ এই তিথিতে পালনীয় আচরণ ও আহারবিধি আছে৷ মনে করা হয় সেগুলি পালন করলে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে৷ যদি পালন করা না হয়, তাহলে রোগব্যাধিতে ছারখার হতে পারে সংসার৷
advertisement
1/7
রাত পোহালেই মৌনী অমাবস্যা! ভুলেও খাবেন না ফুলকপি, বাঁধাকপি-সহ ৪ সবজি! রোগে ছারখার সংসার!
এসে গেল মাঘ মাসের অমাবস্যা৷ প্রাচীন কাল থেকে এই অমাবস্যা অত্যন্ত পবিত্র ও পুণ্যদায়ী৷ মাঘের অমাবস্যাকে মৌনী অমাবস্যাও বলা হয়৷ এ বছর মৌনী অমাবস্যা পালিত হবে ১৮ জানুয়ারি৷ এ বছর মাঘী বা মৌনী অমাবস্যা শুরু হচ্ছে ১৭ জানুয়ারি (শনিবার) রাত ১২.০৪ মিনিটে৷ এই পুণ্যতিথি থাকবে ১৮ জানুয়ারি, রবিবার রাত ১.২১ মিনিট পর্যন্ত৷ অর্থাৎ উদয় তিথি অনুসারে, অমাবস্যার নিশিপালন ও অমাবস্যার অন্যান্য ক্রিয়াকর্ম পালিত হবে ১৮ জানুয়ারি রবিবারই৷
advertisement
2/7
গুরুত্বপূর্ণ এই তিথিতে পালনীয় আচরণ ও আহারবিধি আছে৷ মনে করা হয় সেগুলি পালন করলে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে৷ যদি পালন করা না হয়, তাহলে রোগব্যাধিতে ছারখার হতে পারে সংসার৷ মূলত ঋতু পরিবর্তন ও অসুস্থতার কথা মাথায় রেখেই এই বিধি তৈরি হয় আয়ুর্বেদ ও কবিরাজি শাস্ত্রে৷ ক্রমশ তাতে মিশে যায় জ্যোতিষ অনুষঙ্গ৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
advertisement
3/7
মৌনী অমাবস্যায় আমিষ আহার এড়িয়ে চলুন৷ অমাবস্যার ব্রত পালন না করলেও চেষ্টা করুন নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করতে৷ দূরে থাকুন যে কোনও নেশার দ্রব্য থেকেও৷ এই তিথিতে অনেকে পঞ্চ রবিশস্য বর্জন করেন৷
advertisement
4/7
এই তিথিতে পায়েস রান্না করলে তাতে চিনির বদলে গুড় দিন৷ বাসি আহার খাবেন না মৌনী অমাবস্যায়৷ এ ছাড়াও কিছু সবজি থেকে দূরে থাকুন মৌনী অমাবস্যা তিথিতে৷
advertisement
5/7
গাজর ও বিট-এই দুই সবজি উপকারী হলেও মৌনী অমাবস্যা তিথিতে গ্রহণ করবেন না৷
advertisement
6/7
এই তিথিতে ফুলকপি ও বাঁধাকপির মতো সবজিও খাওয়া উচিত নয়৷
advertisement
7/7
করলা, কাঁচাকলা, ঝিঙে, চিচিঙ্গে, পটল, শিম, বরবটি, ওল এবং কুমড়ো-এই রকমের চেনা সবজি অমাবস্যা তিথিতে গ্রহণ করতে বলা হয়৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Mauni Amavasya Vastu Eating Tips: রাত পোহালেই মৌনী অমাবস্যা! ভুলেও খাবেন না ফুলকপি, বাঁধাকপি-সহ ৪ সবজি! রোগে ছারখার সংসার! অভাবে লন্ডভন্ড জীবন!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল