Mauni Amavasya 2025 Rituals & Shubh Muhurt: আজ মৌনী অমাবস্যা কত ক্ষণ? দিনভর কখন কীভাবে পুণ্যস্নানে সেরা ফল? স্নানের জলে কী মেশালে কাটবে বিপদ? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Mauni Amavasya 2025 Rituals & Shubh Muhurt:মৌনী অমাবস্যায় গঙ্গায় স্নান করা খুবই শুভ। যদি একান্তই সম্ভব না হয়, তাহলে বাড়িতেই স্নানের জলে মিশিয়ে নিন গঙ্গাজল
advertisement
1/8

মঙ্গলবার সন্ধ্যা থেকেই শুরু হয়েছে মাঘী অমাবস্যা বা মৌনী অমাবস্যা। এই অমাবস্যাকে অত্যন্ত পবিত্র ও পুণ্যদায়ী বলে মনে করা হয়।
advertisement
2/8
বুধবার মৌনী অমাবস্যা থাকবে দৃক সিদ্ধান্ত পঞ্জিকা মতে সন্ধ্যা ৬.০৬ পর্যন্ত। অন্য পঞ্জিকা মতে এই তিথি থাকবে রাত ৬.৪৮ পর্যন্ত।
advertisement
3/8
বুধবার ব্রাহ্ম মুহূর্ত থাকছে ভোর ৫.২৫ থেকে সকাল ৬.১৯ পর্যন্ত। বিজয় মুহূর্ত পালিত হবে দুপুর ২.২২ থেকে দুপুর ৩.০৫ পর্যন্ত। মৌনী অমাবস্যার অমৃতকাল থাকছে রাত ৯.১৯ থেকে ১০.৫১ পর্যন্ত।
advertisement
4/8
মৌনী অমাবস্যায় দিনভর নানা মুহূর্তে পুণ্যস্নান করা যায়। ব্রহ্ম মুহূর্তে স্নান করার সময় হল ভোর ৫.০৭ থেকে ভোর ৫.৫৬ পর্যন্ত। প্রাতঃকালীন স্নান করা যাবে ভোর ৫.৩১ থেকে সকাল ৬.৪৬ পর্যন্ত।
advertisement
5/8
অমৃতকালীন স্নান পুণ্যার্থীরা করতে পারবেন রাত ৯.১৯ থেকে রাত ১০.৫১ পর্যন্ত। শ্রবণা নক্ষত্র স্নান করা যাবে সকাল ৮.২০-র পর থেকে।
advertisement
6/8
মৌনী অমাবস্যায় গঙ্গায় স্নান করা খুবই শুভ। যদি একান্তই সম্ভব না হয়, তাহলে বাড়িতেই স্নানের জলে মিশিয়ে নিন গঙ্গাজল। অথবা স্নানের জলে মিশিয়ে নিতে পারেন কিছু তিল।
advertisement
7/8
মৌনী অমাবস্যায় মৌনব্রত পালন করা খুবই শুভ বলে মনে করা হয়। সেটা সম্ভব না হলেও চেষ্টা করুন কম কথা বলতে। কটুভাষ্য একদমই ব্যবহার করবেন না।
advertisement
8/8
এই বিশেষ দিনে দান করা খুবই শুভ। বিশেষ মুহূর্তে দান করুন। নয়তো সারা দিনই দান করতে পারেন। অন্ন, বস্ত্র, খাদ্যের পাশাপাশি গুড় ও তিল দান করা খুবই পুণ্যদায়ী বলে মনে করা হয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Mauni Amavasya 2025 Rituals & Shubh Muhurt: আজ মৌনী অমাবস্যা কত ক্ষণ? দিনভর কখন কীভাবে পুণ্যস্নানে সেরা ফল? স্নানের জলে কী মেশালে কাটবে বিপদ? জানুন