TRENDING:

Mauni Amavasya 2024: মৌনী অমাবস্যায় তুলসিমঞ্চে দিন এই জিনিস! অশ্বত্থগাছের নীচে রাখুন এটা...অর্থ, বিয়ে, চাকরি-পূর্ণ হবে মনের সব অধরা ইচ্ছে

Last Updated:
Mauni Amavasya 2024: মাঘ মাসের অমাবস্যাকে বলা হয় মৌনী অমাবস্যা। সনাতনী প্রচলিত রীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিথি
advertisement
1/6
মৌনী অমাবস্যায় তুলসি ও অশ্বত্থগাছের নীচে দিন ২ জিনিস...পূর্ণ হবে মনের অপূর্ণ সাধ
এই শুক্রবার এ বছরের মৌনী অমাবস্যা। মাঘ মাসের অমাবস্যাকে বলা হয় মৌনী অমাবস্যা। সনাতনী প্রচলিত রীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিথি। এই পুণ্যতিথিতে পিতৃপুরুষকে তর্পণ অর্ঘ্য নিবেদন করা হয়।
advertisement
2/6
জ্যোতিষে বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী বলছেন, এই তিথিতে বাড়ির প্রবেশদ্বারে প্রদীপ প্রজ্বলন করুন৷ দেবতার স্থানেও প্রদীপ প্রজ্বলন করতে ভুলবেন না৷ বাড়ির সকলের স্নানের জলে গঙ্গাজল ও কালো তিলদানা মিশিয়ে নিন৷ তাহলে নেতিবাচক প্রভাব দূর হবে৷
advertisement
3/6
মৌনী অমাবস্যায় বাড়ির তুলসিমঞ্চে নিবেদন করুন দুধ৷ বাড়ির কাছে অশ্বত্থগাছ থাকলে তার পুজো অবশ্যই করুন৷ সন্ধ্যায় দীপদান করুন অশ্বত্থ গাছে৷ তাহলে দুঃখকষ্ট থেকে মুক্তি পেয়ে পুণ্যসঞ্চয় করতে পারবেন৷
advertisement
4/6
পুজোর অর্ঘ্য নিবেদন করতে পারেন শনিমন্দির এবং মহাদেবের মন্দিরে৷ তাহলেও পুণ্যলাভ হবে৷
advertisement
5/6
মৌনী অমাবস্যায় যে কোনও আমিষ খাবার, সুরা-সহ তামসিক খাদ্য এড়িয়ে চলুন। এই তিথিতে সাত্তিক আহার গ্রহণ করাই শ্রেয়।
advertisement
6/6
দিনভর মৌনব্রত পালন তো সম্ভব নয়। তাই অন্তত খেয়াল রাখুন এই তিথিতে যাতে মুখ থেকে অশ্লীল বাক্য, কুবাক্য, কটুবাক্য যেন উচ্চারিত না হয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Mauni Amavasya 2024: মৌনী অমাবস্যায় তুলসিমঞ্চে দিন এই জিনিস! অশ্বত্থগাছের নীচে রাখুন এটা...অর্থ, বিয়ে, চাকরি-পূর্ণ হবে মনের সব অধরা ইচ্ছে
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল