Margashirsha Purnima 2024 Positive Effects: বছরের শেষ পূর্ণিমায় খুলবে ভাগ্যের দরজা...! 'গোল্ডেন টাইম' শুরু ৪ রাশি, ঝাঁপি উপুড় করে ঢেলে দেবেন মা লক্ষ্মী, সোনায় মুড়বে কপাল
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Margashirsha Purnima 2024 Positive Effects: এটাই হবে বছরের শেষ পূর্ণিমা৷ তারপরই শুরু হবে পৌষ মাস৷ এই দিনে শ্রী হরির আরাধনা করলে তাঁর আশীর্বাদ পাওয়া যায়। মার্গশীর্ষ পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু ও ভোলেনাথের পূজা করলে বহুগুণ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়।
advertisement
1/7

১২ মাসের মধ্যে মার্গশীর্ষ মাসটি ভগবান বিষ্ণুর কাছে সবচেয়ে প্রিয় বলে মনে করা হয় এবং বিশেষ ফল প্রদান করে। এবছর বছরের শেষ পূর্ণিমা পড়েছে ১৫ ডিসেম্বর৷ এই সময়টি ভক্তদের পাপ বিনাশ এবং মোক্ষ প্রদানের সর্বোত্তম সময় বলে মনে করা হয়।
advertisement
2/7
এটাই হবে বছরের শেষ পূর্ণিমা৷ তারপরই শুরু হবে পৌষ মাস৷ এই দিনে শ্রী হরির আরাধনা করলে তাঁর আশীর্বাদ পাওয়া যায়। মার্গশীর্ষ পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু ও ভোলেনাথের পূজা করলে বহুগুণ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়।
advertisement
3/7
জ্যোতিষশাস্ত্র মতে, বছরের শেষ পূর্ণিমা ৪ টি রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে৷ এই ৪ রাশির জাতকেদের সৌভাগ্যের দরজা খুলে যাবে৷ জেনে নিন কোন কোন রাশি রয়েছে সেই তালিকায়৷ আপনার কপালে কী?
advertisement
4/7
মিথুন রাশি: এই বছরের শেষ পূর্ণিমা মিথুন রাশির জাতকদের জন্য শুভ৷ পূর্ণিমার দিন থেকেই এই রাশির জাতকদেক কর্মজীবন ও ব্যবসায় উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে৷ আজ ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করলে টাকা-পয়সার অভাব হবে না কোনওদিন৷ মা লক্ষ্মীর আশীর্বাদে সব কাজে সাফল্য পাবেন৷
advertisement
5/7
কর্কট রাশি: এই রাশির জাতকরা পৈতৃক সম্পত্তি থেকে বিরাট লাভবান হবেন৷ ব্যবসার অবস্থা অনেকটাই ভাল হবে৷ পুরনো বিনিয়োগ থেকে লাভবান হবেন৷ চাকরিতে পদোন্নতি এবং বেতন বাড়তে পারে৷ আর্থিক সঙ্কট থেকে মুক্তি পাবেন৷ শরীর-স্বাস্থ্য ভাল থাকবে৷
advertisement
6/7
কন্যা রাশি: এই বছরের শেষ পূর্ণিমা কন্যা রাশির জাতকদের জন্য দুর্দান্ত৷ আজ থেকে জীবন বদলে যাবে৷ ব্যবসায় আমূল পরিবর্তন দেখা যাবে৷ বিনিয়োগের জন্য সময়টা অনুকূল৷ আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন৷
advertisement
7/7
ধনু রাশি: বছরের শেষ পূর্ণিমায় ধনু রাশির জাতকদের কপাল খুলবে৷ এই রাশির জাতক-জাতিকারা ঋণের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন৷ কাউকে ধার দিলে সেই টাকাও ফেরত পেতে পারেন৷ সুখ ও সম্পদ উপচে পড়বে৷ আয়ও বাড়বে৷ জীবনে পজিটিভ এনার্জি ফিরে আসবে৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Margashirsha Purnima 2024 Positive Effects: বছরের শেষ পূর্ণিমায় খুলবে ভাগ্যের দরজা...! 'গোল্ডেন টাইম' শুরু ৪ রাশি, ঝাঁপি উপুড় করে ঢেলে দেবেন মা লক্ষ্মী, সোনায় মুড়বে কপাল