TRENDING:

Manifestation 2024: ২০২৪ সালে যা চান, সব পাবেন, শুধু কী করতে হবে, দেখে নিন রাশি মিলিয়ে

Last Updated:
দেখে নেওয়া যাক এক এক করে রাশি মিলিয়ে ২০২৪ সালে আমাদের কার কোন সাধ পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে আর তার জন্য কী করে উঠতে হবে।
advertisement
1/14
২০২৪ সালে যা চান, সব পাবেন, শুধু কী করতে হবে, দেখে নিন রাশি মিলিয়ে
পাশ্চাত্য মতে বিষয়টার এক গালভরা নাম আছে, বলা হয়ে থাকে- ম্যানিফেস্টেশন। আদতে ব্যাপারটা আর কিছুই নয়, স্রেফ ইচ্ছাপূরণ। বলতেই পারেন অনেকে, আমাদের সবারই কত কত ইচ্ছাই না থাকে, সব কি আর পূরণ হয়! ম্যানিফেস্টেশন থিওরি জোর দিয়ে বলছে- আলবাত হয়। তার জন্য বেশ কিছু পন্থাও নির্দেশ করা হয়েছে। যেমন- মনের ইচ্ছের কথা একটা চিরকুটে লিখে ঘুমোনোর সময়ে বালিশের তলায় রাখা, এক মনে বিষয়টা নিয়ে ভাবা, বিশ্বব্রহ্মাণ্ডের কাছে সেই আর্জি জানানো এরকম আর কী!
advertisement
2/14
তবে এখানে আমরা সেই সব কিছু সবাইকে করতে বলছি না। আমরা বলছি ২০২৪ সালে কীভাবে মনের ইচ্ছা জনৈক ব্যক্তি মূলত নিজের জোরেই পূরণ করতে পারবেন, সে কথা। এক্ষেত্রে সাহায্য করবে সেই সংশ্লিষ্ট ব্যক্তির রাশি এবং তা অনুযায়ী গড়ে ওঠা গ্রহ-নক্ষত্রের সমাবেশ, সঙ্গে চারিত্রিক বৈশিষ্ট্য। এবার তাহলে দেখে নেওয়া যাক এক এক করে রাশি মিলিয়ে ২০২৪ সালে আমাদের কার কোন সাধ পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে আর তার জন্য কী করে উঠতে হবে।
advertisement
3/14
মেষ- বন্ধু, মনের মানুষ খুঁজছেন মেষরা। শুধু তার জন্য প্রয়োজনীয় তাগিদটুকু দেওয়া হচ্ছে না। এটা করলে চলবে না। একটু বেরোতে হবে, লোকজনের সঙ্গে মিশতে হবে। হালকা কথা বলতে হবে একটা-দুটো। তাতেই চারিত্রিক বৈশিষ্ট্যে সবার মন জয় করা যাবে, মিটবে নিঃসঙ্গতা, জীবনে ২০২৪ সালে তৈরি হবে নতুন নতুন সম্পর্ক- ঠিক যেমনটা ইচ্ছা ছিল!
advertisement
4/14
বৃষ-২৫ মে ২০২৪ সালে বৃহস্পতির গোচর, সেই সঙ্গে ইউরেনাসের জীবনে প্রবেশ সব কিছু সহজ করে তুলবে। যে স্বাধীনতার প্রত্যাশায় ছিলেন বৃষরা, সেটাই লাভ করা সম্ভব হবে। ঘোরা যাবে দেশে, বিদেশে। শুধু পরিকল্পনা ছকে রাখতে হবে আর বাজেট। আর কী, একটা ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লেই তো হল, কার সাধ্য আটকাবে!
advertisement
5/14
মিথুন- মিথুনরা চাইছেন প্রচারের আলোয় আসতে, আর সেই আলো লাভ হবে স্বয়ং বৃহস্পতির থেকে। বৃহস্পতির কৃপায় ভাগ্য ঝলমলিয়ে উঠবে। শুধু নিজেকে লুকিয়ে রাখলে চলবে না। নিয়ে আসতে হবে জনসমক্ষে, নিজের মনের কথা জোর দিয়ে বলতে হবে। তাহলেই জগৎ ধরা দেবে হাতের মুঠোয়, সোশ্যাল মিডিয়া এক্ষেত্রে কাজে আসতে পারে।
advertisement
6/14
কর্কট- জীবন থেকে সব নেতিবাচকতা যদি ঝেড়ে ফেলতে হয়, তাহলে নতুন বছর সেই সুযোগ নিয়ে আসছে কর্কটদের জন্য। কাঁধ থেকে সব ভার নামিয়ে এবার হালকা হওয়ার সময় আসছে, হয়ে ওঠা যাবে সবার প্রিয়। শুধু বিশ্বব্রহ্মাণ্ডের কাছে নিজের ইচ্ছা স্পষ্ট করে জানিয়ে একটা চিঠি লিখতে হবে। বাকিটা যেন ম্যাজিক, শুধু অবাক হওয়ার পালা!
advertisement
7/14
সিংহ- কর্মজীবনে প্রাপ্য সমাদর কীভাবে মিলবে, সেটা রয়েছে নিজের হাতেই। নিজেকে একটু সময় দিতে হবে। মাথা সাফ করতে হবে। কাজের সময়ে গান বা মৃদু কোনও মিউজিক শোনা যায়। পছন্দের খাবারও তৃপ্ত রাখবে। সঙ্গে বাইরে বেরোতে হবে। রোদ, হাওয়া গায়ে মাখলে প্রতিভার স্ফূরণ হবেই, সেই সঙ্গে জীবন ভরে উঠবে সমৃদ্ধিতে।
advertisement
8/14
কন্যা- রীতিমতো পরিশ্রম করেও যদি উপার্জন বৃদ্ধি না হয়, তাহলে ২০২৪ সালে নিজের ভুল শুধরে নিতেই হবে। আর কিছুই নয়, সরাসরি কথা বলতে হবে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। তাঁদের দেখাতে হবে যোগ্যতা এবং পারফরম্যান্সের হিসাব। সঙ্কোচ না করে যদি কাজটা সেরে ফেলা যায়, ফলাফল দেখে মন খুশিতে ভরে উঠবে।
advertisement
9/14
তুলা- অন্যের জন্য সময় বের করার দিন এবার শেষ, শক্ত মনে হলেও তুলাদের ২০২৪ সালে নিজেকে সময় দেওয়া কাম্য, তাতেই মনের সব ইচ্ছা পূরণ হবে। দরকার শুধু একটা সামাজিক সীমারেখা তৈরি করা আর প্রয়োজনে না বলতে শেখা। সেই সঙ্গে পর্যাপ্ত ঘুমটাও আবশ্যক। বাকি জীবন আপসে প্রাপ্তিতে ভরে উঠবে কানায় কানায়।
advertisement
10/14
বৃশ্চিক- ২০২৪ সালে কেরিয়ার নিয়ে যা যা ইচ্ছা ছিল, সব পূরণ হতে পারে লহমায়- শুধু সামান্য জোর দিতে হবে নিজের পরিকল্পনায়, তা ফেলে রাখলে চলবে না। এগোতে হবে ছক কষে, হাতের কাছে ঠিক একটা খসড়া রাখতে হবে, যাতে পর পর কাজগুলো সব মিটিয়ে নেওয়া যায়। বাকি শুধু সাফল্য উপভোগ, সেটা নিজের মতো করে করলেই হল।
advertisement
11/14
ধনু- ২০২৪ সালে জীবনে প্রেম আসছে, এ কথা হলফ করে বলাই যায়। সম্পর্কে থাকার যাবতীয় বাসনা পূরণ হবে। যা করতে হবে, তা হল, সঙ্গী/সঙ্গিনী ঠিক কেমন হলে ভাল হয়, তাঁর কাছে কী প্রত্যাশা, এগুলো নিজের কাছে স্পষ্ট রাখা। তাহলেই উপযুক্ত মনের মানুষ খুঁজে পেতে অসুবিধা হবে না, সহজেই তিনি ধরা দেবেন বাহুবন্ধনে।
advertisement
12/14
মকর- ২০২৪ সাল শুধু সঞ্চয়ের আর উপার্জনের। অতএব, প্রতিটি পয়সা মূল্যবান, এটা মাথায় রেখে অপ্রয়োজনীয় খরচ একেবারে ছেঁটে ফেলতে হবে। সেই সঙ্গে জীবনে অর্খ আকৃষ্ট করার জন্য তোষকের নিচে তুলসিপাতা রাখা যায়। বা জেরিকো গাছের ফুল পয়সা দিয়ে সাজিয়ে রাখা যায় টেবিলে- তাতেও উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
13/14
কুম্ভ- প্রাপ্য সম্মান লাভ করাই হবে নতুন বছরের লক্ষ্য, যা এত দিন অর্জন করা সম্ভব হয়ে ওঠেনি। এর জন্য সবার আগে সম্মান করতে হবে নিজেকে, নিজেকে ভালবাসতে হবে। নিজের কাছে নিজে বড় হলেই তখন দুনিয়াও মাথা ঝোঁকাবে, সেলাম করবে দুই হাতে। কাজটা শক্ত নয়, শুধু বিশ্বাস ধরে রাখতে হবে।
advertisement
14/14
মীন- বৃহস্পতির কৃপায় জীবন ব্যক্তিগত দিক থেকে সমৃদ্ধ হতে চলেছে নতুন বছরে। অর্থাৎ পারিবারিক সময় ভাল কাটবে, নতুন গৃহ নির্মাণের সম্ভাবনাও রয়েছে। ম্যানিফেস্টেশন থিওরি বলছে, যা চাই, সেটাই নিয়মিত স্পষ্ট করে কল্পনা করতে হবে, প্রতিটি বিশদ তথ্য নিয়ে অনেকটা সিনেমা দেখার মতো, বিশ্বব্রহ্মাণ্ড ইচ্ছা অবশ্যই পূরণ করবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Manifestation 2024: ২০২৪ সালে যা চান, সব পাবেন, শুধু কী করতে হবে, দেখে নিন রাশি মিলিয়ে
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল