Vastu: বাড়ির আমগাছই বসাবে টাকার পাহাড়ে! কিন্তু সামান্য এই ভুলেই তছনছ সংসার, ভাগ্য বদলানোর চাবিকাঠি এটাই
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Vastu: বাড়িতে থাকা সাধারণ আমগাছ বদলে দিতে পারে আপনার, আমার ভাগ্য। এমনকি আম পাতা দিয়েও পরিবারের সমৃদ্ধি ফিরিয়ে আনার সহজ উপায় রয়েছে।
advertisement
1/9

*বাড়িতে থাকা সাধারণ আমগাছ বদলে দিতে পারে আপনার, আমার ভাগ্য। এমনকি আম পাতা দিয়েও পরিবারের সমৃদ্ধি ফিরিয়ে আনার সহজ উপায় রয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
2/9
*বাস্তুশাস্ত্র মতে, কিছু এমন উপায় রয়েছে যা সহজেই দুর্ভাগ্য থেকে বাঁচিয়ে আনতে পারে। আর্থিক কষ্ট বা সমৃদ্ধির পথে বাধা কাটিয়ে দিতে পারে খুব সহজেই। এই সকল বিষয়গুলি খুব সহজেই করা সম্ভব। সংগৃহীত ছবি।
advertisement
3/9
*জ্যোতিষ শাস্ত্র ও বাস্তুশাস্ত্র বিশারদ জানিয়েছেন, বাড়িতে থাকা সাধারণ আমগাছ বদলে দিতে পারে যে কোনও মানুষের ভাগ্য। এ ছাড়া আমের পাতা দিয়েও সমৃদ্ধি আনারও সহজ উপায় রয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
4/9
*আম গাছ সংসারে সমৃদ্ধি নিয়ে আসে সহজেই, শুভ দিকও বহন করে। তবে এই গাছ বাড়ির বিশেষ একটি দিকে লাগালেই সংসারে সমৃদ্ধি সম্ভব। গাছটি বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে রোপণ করুন, শুভ হবে। সংগৃহীত ছবি।
advertisement
5/9
*আমগাছ বাড়ির মধ্যে থাকলে সেটা সেই পরিবারে ওপর ইতিবাচক প্রভাব সৃষ্টি করে। পরিবারের মধ্যে আনন্দের ধারা লেগেই থাকে প্রতিনিয়ত। কঠিন পরিস্থিতিকে খুব সহজে পার করা যায়। সংগৃহীত ছবি।
advertisement
6/9
*বাড়ির একেবারে কাছে খুব উঁচু আমগাছ লাগানো শুভ নয়। যাতে সেই আমগাছের ছায়া বাড়িতে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বাড়ির সামনে ৫-৬ মিটারের গাছ লাগানো বা রাখা ভাল। সংগৃহীত ছবি।
advertisement
7/9
*বাড়ির কাছে বড় আমগাছ থাকলে এবং সেই গাছের ছায়া বাড়ির ওপর পড়লে সংসারে অশান্তি, ঝগড়া লেগে থাকে। তবে বাড়ির সামনে ৫-৬ মিটারের বেশি উঁচু গাছ না থাকলে সেটা অত্যন্ত শুভ বাড়ির ক্ষেত্রে। সংগৃহীত ছবি।
advertisement
8/9
*অনেক সময় দেখা যায় বহুকাল ধরেই বাড়িতে আম গাছ রয়েছে এবং তা ছায়া দিচ্ছে। এ ক্ষেত্রে গাছ কেটে না ফেলে বরং বাড়ির সামনে লাগাতে পারেন তুলসি গাছের চারা। আম গাছের ছায়ার কুপ্রভাব থেকে রক্ষা করবে তুলসী। সংগৃহীত ছবি।
advertisement
9/9
*পুজোর সময় ঘরে আমপাতা দিয়ে গঙ্গা জল ছিটিয়ে নেওয়া অত্যন্ত শুভ। এতে আর্থিক লাভ হয়। বাড়ির সদর দরজায় যদি আমের পাতা ঝুলিয়ে রাখা হয় সারি ভাবে, তবে পরিবারের কুনজর থেকে রক্ষা পায়। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu: বাড়ির আমগাছই বসাবে টাকার পাহাড়ে! কিন্তু সামান্য এই ভুলেই তছনছ সংসার, ভাগ্য বদলানোর চাবিকাঠি এটাই