Mangalsutra :মঙ্গলসূত্র সব সময় কালো রঙেরই কেন হয়? জানুন বিবাহিতাদের কেন পরতে হয় এই পবিত্র কালো সুতো
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Mangalsutra : মঙ্গলসূত্র কিন্তু নিছক গয়না নয়। এ হল মঙ্গলজনক ও কল্যাণকর সুতো
advertisement
1/9

এখন বাঙালি বধূর সাজে বা পরনে মঙ্গলসূত্র বেশ পরিচিত। কিন্তু বিবাহিতারা গলায় এই গয়না পরেন, তার পিছনে রয়েছে গভীর কারণ।
advertisement
2/9
মঙ্গলসূত্র কিন্তু নিছক গয়না নয়। এ হল মঙ্গল ও কল্যাণকর সুতো। মঙ্গল এবং সূত্র বা সুতো মিলিয়ে হয়েছে মঙ্গলসূত্র। জ্যোতিষশাস্ত্রেও এর গুরুত্ব আছে।
advertisement
3/9
প্ল্যাটিনাম, সোনা, রুপো, হিরে-যাই থাকুক না কেন, মঙ্গলসূত্রে কালো পুঁতি বা কালো সুতো থাকবেই। ওটাই মঙ্গলসূত্রের মূল আধার।
advertisement
4/9
হরপার্বতীর প্রতীক মঙ্গলসূত্রের বর্ণ কালো হলেও তা কল্যাণকর। প্রচলিত বিশ্বাস, এই সুতো দাম্পত্য থেকে অশুভ শক্তিকে দূরে রাখে।
advertisement
5/9
দীর্ঘ দিনের প্রচলিত ঐতিহ্য ও বিশ্বাস হল, সব অশুভ শক্তি ধারণ করে স্বামী ও সংসারের কল্যাণ ও মঙ্গল করে ওই কালো সুতো।
advertisement
6/9
হবু স্ত্রীর জন্য মঙ্গলসূত্র কেনার সময় অবশ্যই তাঁর পছন্দ অপছন্দ মনে রাখুন।
advertisement
7/9
বেশি ভারী মঙ্গলসূত্রের পরিবর্তে কিনুন হাল্কা ডিজাইনের মঙ্গলসূত্র। যাতে প্রাচ্য ও পাশ্চাত্য দু ধরনের পোশাকের সঙ্গেই মানানসই হয়।
advertisement
8/9
মঙ্গলসূত্র কেনার সময় এর গুণমান পরীক্ষা করে নেবেন।
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Mangalsutra :মঙ্গলসূত্র সব সময় কালো রঙেরই কেন হয়? জানুন বিবাহিতাদের কেন পরতে হয় এই পবিত্র কালো সুতো