হাতে সময় মাত্র ৪৮ ঘণ্টা! তারপরেই মঙ্গলের আশীর্বাদে 'মালামাল' তিন রাশি! চাকরি থেকে জীবনসঙ্গী সবেতেই ফিরবে ভাগ্য
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এই সময় মঙ্গল মনের কারক গ্রহ চাঁদের সঙ্গে যুতি করতে চলেছে। ফলে এই সময় ১২ রাশির সঙ্গেই রাজযোগের নির্মাণ হতে চলেছে। এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে ২৫ অগাস্ট সকাল ৮টা বেজে ২৮ মিনিটে কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে। যেখানে মঙ্গল বিরাজ করছেন। এই সময় ২৭ অগাস্ট সন্ধ্যা ৭টা বেজে ২১ মিনিটে এই যুতি হতে চলেছে। এই সময় মহাভাগ্য রাজযোগের নির্মাণ হতে চলেছে।
advertisement
1/6

বৈদিক জ্যোতিষ অনুসারে ভূমিপুত্র মঙ্গল এই সময় কন্যা রাশিতে বিরাজমান রয়েছে। ফলে, এই সময় বেশ কিছু রাশির সঙ্গে যুতি তৈরির সম্ভাবনা রয়েছে। এই সময় মঙ্গল মনের কারক গ্রহ চাঁদের সঙ্গে যুতি করতে চলেছে। ফলে এই সময় ১২ রাশির সঙ্গেই রাজযোগের নির্মাণ হতে চলেছে।
advertisement
2/6
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে ২৫ অগাস্ট সকাল ৮টা বেজে ২৮ মিনিটে কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে। যেখানে মঙ্গল বিরাজ করছেন। এই সময় ২৭ অগাস্ট সন্ধ্যা ৭টা বেজে ২১ মিনিটে এই যুতি হতে চলেছে। এই সময় মহাভাগ্য রাজযোগের নির্মাণ হতে চলেছে।
advertisement
3/6
মেষ রাশিএই রাশির জাতক/জাতিকাদের জীবনে মহালক্ষ্মীর সংযোগ অত্যন্ত লাভজনক হতে চলেছে। ফলে এই সময় মহাভাগ্য যোগ আপনাদের জীবনে সদর্থক ভূমিকা বয়ে আনবে। এই সময় আত্মবিশ্বাসের বৃদ্ধি হবে। এছাড়াও, আপানার জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে। একই সঙ্গে আপনি যদি ধৈর্য-এর সঙ্গে কাজ করতে পারেন তাহলে আপনার জীবনে সফলতা আসবে।
advertisement
4/6
বৃষ রাশিচন্দ্রমা এবং মঙ্গলের যুতির ফলে এই সময় বৃষ রাশির জীবনে আমূল পরিবর্তন আসবে। কার্যক্ষেত্রে লাভ মিলবে। একই সঙ্গে সমস্ত ক্ষেত্রেই প্রগতি হতে চলেছে। অন্যদিকে, আপনাদের জীবনে মান-সম্মান বৃদ্ধি পাবে। এই সময় বেকারদের কাজের সুযোগ বাড়বে।
advertisement
5/6
ধনু রাশিএই রাশির জাতক/জাতিকাদের জীবনে মহাভাগ্য রাজযোগ অত্যন্ত উপযোগী হতে চলেছে। এই পর্যন্ত আত্মবিশ্বাস আপনার ভাবনা এবং মনকে সঞ্চালন করবে। চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ মিলতে পারে।
advertisement
6/6
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
হাতে সময় মাত্র ৪৮ ঘণ্টা! তারপরেই মঙ্গলের আশীর্বাদে 'মালামাল' তিন রাশি! চাকরি থেকে জীবনসঙ্গী সবেতেই ফিরবে ভাগ্য