Grah Gochar : রাখিপূর্ণিমার আগের দিনেই রাশি বদল করছে ‘এই’ গ্রহ, চার রাশির জীবনে ব্যাপক রদবদল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মঙ্গল ট্রানজিট বা মঙ্গলের গোচর হবে আজ রাতেই৷ রাখির একদিন আগেই হবে এই পরিবর্তন৷ ১১ অগাস্ট রাখি এবং ১০ অগাস্ট রাতে মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করবে।
advertisement
1/6

#কলকাতা: মঙ্গল ট্রানজিট বা মঙ্গলের গোচর হবে আজ রাতেই৷ রাখির একদিন আগেই হবে এই পরিবর্তন৷ ১১ অগাস্ট রাখি এবং ১০ অগাস্ট রাতে মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করবে। ১০ অগাস্ট রাত ৯:৪৩ এ মঙ্গল মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। মঙ্গল গ্রহ হচ্ছে সাহস এবং শক্তির গ্রহ হিসেবে বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে৷ ১০ অগাস্ট থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বৃষ রাশিতেই থাকবে মঙ্গল। মঙ্গল গ্রহের রাশি পরিবর্তনের কারণে ১২ টি রাশির মধ্যে ৪ টি রাশির ভাগ্যে বড় অদলবদল হবে৷ এই চার রাশির জন্য মঙ্গলের শুভ প্রভাব কার্যকারী হবে৷ তিরুপতির জ্যোতিষী ডক্টর কৃষ্ণ কুমার ভার্গবের মতেই বৃষ রাশিতে মঙ্গল গমনের কারণে ৪টি রাশি লাভবান হতে পারে।
advertisement
2/6
বৃষ: মঙ্গল গোচরে তা বৃষ রাশিতে প্রবেশের ফলে বৃষ রাশির জাতক-জাতিকাদের উন্নতির নতুন সুযোগ পাবেন। ব্যবসায় বড় লাভের যোগ উজ্জ্বল। পৈতৃক সম্পত্তি থেকে বড় লাভ মিলতে পারে৷ পাশাপাশি জাতক-জাতিকাদের চাকরিতে উন্নতির সম্ভবনা রয়েছে। (Photo: Pixabay)
advertisement
3/6
কর্কট: মঙ্গলের কৃপায় কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য নতুন ঘর বা বাড়ির সুখলাভ হতে পারে৷ পুরনো বাড়ি-গাড়িতেও নতুন লাভ হতে পারে। চাকরিরতদের জন্য নতুন চাকরি পাওয়া যেতে পারে, আবার পুরনো চাকরিজীবীদের পদমর্যাদা ও মাইনে বাড়তে পারে৷ বৃদ্ধি পেতে পারে। আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্থনৈতিক অবস্থাও মজবুত হবে। (Photo: Pixabay)
advertisement
4/6
বৃশ্চিক : বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়ে কোথা বিনিয়োগ করতে চান তাহলে এটি তাদের জন্য একটি লাভজনক চুক্তি হবে। পারিবারিক জীবন সুখবৃদ্ধি হবে। ব্যবসায় নতুন পরিকল্পনা সাফল্য পাবে। আর্থিক অবস্থাও আগের থেকে উন্নত হবে। (Photo: Pixabay)
advertisement
5/6
মকর: মঙ্গল গোচরের কারণে জাতক-জাতিকাদের জন্য আয় বৃদ্ধির সম্ভবনা উজ্জ্বল৷ ব্যবসায় নতুন চুক্তি ফাইনালাইজ হওয়ার সম্ভবনা রয়েছে৷ যার কারণে ভাল লাভের সম্ভবনা রয়েছে। চাকরিজীবীরাও অর্থনৈতিক উন্নতির শিখরে উঠবেন৷ পদোন্নতিও পেতে পারেন। (Photo: Pixabay)
advertisement
6/6
বৃষ রাশিতে মঙ্গল গোচর বা মার্স ট্রানজিটের কারণে মেষ, মিথুন ও তুলা রাশির জাতক- জাতিকাদের বিশেষ যত্নবান হতে হবে। রাগের ওপর এবং যে কোনও কাজে বাড়াবাড়ির ওপর নিয়ন্ত্রণ করুন। স্ট্রেস এবং মানসিক যন্ত্রণা দূর করতে যোগব্যায়াম এবং প্রাণায়াম অনুশীলন করুন। (Photo: Pixabay)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Grah Gochar : রাখিপূর্ণিমার আগের দিনেই রাশি বদল করছে ‘এই’ গ্রহ, চার রাশির জীবনে ব্যাপক রদবদল