Mangal Gochar 2023: সিংহে গোচর মঙ্গলের, এই কয়েক রাশির সিংহবিক্রম প্রসারিত হবে দিকে দিকে
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
বিশেষ কয়েক রাশি মঙ্গলের আনুকূল্য লাভ করবে। এই গোচরে এদের বিক্রম বৃদ্ধি হবে, খ্যাতি এবং সম্পদে পরিপূর্ণ হবে জীবন।
advertisement
1/7

জ্যোতিষে নবগ্রহের অন্যতম মঙ্গলকে পরাক্রমের প্রতীক রূপে গণ্য করা হয়। এ হেন মঙ্গলদেব এখন অধিষ্ঠান করছেন সিংহ রাশিতে। ৩০ জুন, ২০২৩ তারিখে দুপুর ২টো বেজে ৫৭ মিনিটে তিনি প্রবেশ করেছেন সিংহে। আপাতত ৪০ দিন তিনি এখানেই অবস্থান করবেন।
advertisement
2/7
এর পর আবার ১৮ অগাস্ট, ২০২৩ তারিখে দুপুর ৩টে বেজে ৫৫ মিনিটে তিনি গমন করবেন কন্যা রাশিতে। মঙ্গলের এই গোচর সব রাশিকেই প্রভাবিত করবে, কারও জন্য তা ভাল সিদ্ধ হবে, কারও জন্য বা মন্দ। তবে বিশেষ কয়েক রাশি মঙ্গলের আনুকূল্য লাভ করবে। এই গোচরে এদের বিক্রম বৃদ্ধি হবে, খ্যাতি এবং সম্পদে পরিপূর্ণ হবে জীবন। দেখে নেওয়া যাক এই বিষয়ে কী বলছে জ্যোতিষশাস্ত্র।
advertisement
3/7
মেষ- মেষ মঙ্গলের নিজস্ব রাশি। মঙ্গলের এই গোচরে এরা সন্তানসুখ লাভ করবে। স্বাভাবি ভাবেই দাম্পত্য হবে সুখময়। গুরুর কৃপালাভ সম্ভব হবে, বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে বিশেষ করে। তার জেরেই অর্থ, যশোলাভ সম্ভব হবে।
advertisement
4/7
বৃষ- এই রাশিরও দাম্পত্য মঙ্গলের গোচরে মঙ্গলময় হতে চলেছে। একই সঙ্গে বৃদ্ধি পাবে সম্পদও। বলা হচ্ছে যে এক্ষেত্রে জমি, বাড়ি বা যান লাভের প্রভূত পরিমাণে সম্ভাবনা রয়েছে।
advertisement
5/7
মিথুন- এদের পারিবারিক জীবন হতে চলেছে সুখময়, ভাই-বোনের পূর্ণ সমর্থনে একাধিক সমস্যার সমাধান হবে। বৈবাহিক সূত্রে অর্থাগমের সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলের সিংহ রাশিতে গোচরের এই সময়কালে কারও কাছ থেকে টাকা ধার করা উচিত হবে না।
advertisement
6/7
সিংহ- সিংহ রাশিতেই গোচর করেছেন মঙ্গল, অতএব এদেরও জীবন সমৃদ্ধ হতে চলেছে। বিশেষ করে লোহা, কাঠ, যন্ত্রাংশের ব্যবসায় প্রভূত উপার্জন হবে।
advertisement
7/7
কন্যা- সিংহে গোচর সমাপ্ত হলে কন্যাতে যাবেন মঙ্গল, অতএব এই রাশিরও ভাগ্য খুলতে চলেছে। অর্থের কোনও অভাব তো হবেই না, পাশাপাশি যশ বৃদ্ধি পাবে জীবনের সর্বক্ষেত্রে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Mangal Gochar 2023: সিংহে গোচর মঙ্গলের, এই কয়েক রাশির সিংহবিক্রম প্রসারিত হবে দিকে দিকে