TRENDING:

Mars Transit 2023: মঙ্গলের গোচরে রাশিচক্রে বড়সড় পরিবর্তন! আপনার দুঃসময় কীভাবে কাটবে দেখে নিন রাশি মিলিয়ে

Last Updated:
Mangal Gochar: মঙ্গলের এই রাশি পরিবর্তনে ১২টি রাশিই প্রভাবিত হবে। এর জন্য কী কী সম্ভাব্য প্রতিকার হতে পারে আজ আমরা তা নিয়েই আলোচনা করব।
advertisement
1/14
মঙ্গলের গোচরে রাশিচক্রে বড়সড় পরিবর্তন! আপনার দুঃসময় কীভাবে কাটবে দেখে নিন
মঙ্গলকে আমাদের জ্যোতিষশাস্ত্রে সেনাপতির মর্যাদা দেওয়া হয়েছে। মঙ্গলকে ব্যবসা, সম্পত্তি, সাহস ও বীরত্ব ইত্যাদির কারক বলে মনে করা হয়। মঙ্গল শারীরিক শক্তি, আত্মবিশ্বাস, অহঙ্কার, রাগ, সাহসিকতার মতো গুণাবলীর প্রতিনিধিত্ব করেন। সাধারণত ব্যক্তির রাশিতে মঙ্গল খারাপ অবস্থানে থাকলে ব্যক্তি প্রতারিত হতে পারেন।
advertisement
2/14
এবারে মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করবেন আজ অর্থাৎ ১৮ অগাস্ট, ২০২৩ তারিখে বেলা ৩টে বেজে ৫৫ মিনিটে এবং আগামী ৩ অক্টোবর, ২০২৩ তারিখ ৫টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত কন্যা রাশিতে অবস্থান করবেন। মঙ্গলের এই রাশি পরিবর্তনে ১২টি রাশিই প্রভাবিত হবে। এর জন্য কী কী সম্ভাব্য প্রতিকার হতে পারে আজ আমরা তা নিয়েই আলোচনা করব।
advertisement
3/14
মেষ রাশি- জাতক-জাতিকারা মঙ্গলের দোষ কাটাতে কার্তিকেয় স্তোত্র পাঠ ও উপাসনা, বাল্মীকি রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ, হনুমান চালিসা পাঠ এবং হনুমানজির পূজা করতে পারেন। এছাড়াও লক্ষ্মী স্তোত্র, গণপতি স্তোত্র পাঠ ও মহাগায়ত্রী পূজা ইত্যাদিও করা যেতে পারে।
advertisement
4/14
বৃষ রাশি- মঙ্গলবারে পানের উপরে লবঙ্গ ও গুড় রেখে হনুমানজিকে ভোগ নিবেদন করতে হবে এবং জুঁই তেলের প্রদীপ জ্বালাতে হবে, এতে জাতক-জাতিকাদের মনোবাঞ্ছা পূরণ হবে।
advertisement
5/14
মিথুন রাশি- হনুমান মন্দির বা যে কোনও অশ্বত্থ গাছে লাল পতাকা লাগাতে হবে। প্রতিদিন সকালে স্নানের পর সূর্যকে জল অর্পণ করতে হবে। এর পর সূর্যের সামনে একবার হনুমান চালিসা পাঠ করতে হবে। এই সময় সাত্ত্বিক খাদ্য গ্রহণ এবং মাটিতে ঘুমানো উচিত। কর্কট রাশি গম, গুড়, প্রবাল, মুসুর ডাল, তামা, সোনা, লাল কাপড়, জাফরান-কস্তুরী, লাল ফুল, লাল চন্দন, ঘি ইত্যাদি হলুদ রঙের গরুকে দান করতে হবে।
advertisement
6/14
কর্কট রাশি- গম, গুড়, প্রবাল, মুসুর ডাল, তামা, সোনা, লাল কাপড়, জাফরান-কস্তুরী, লাল ফুল, লাল চন্দন, ঘি ইত্যাদি হলুদ রঙের গরুকে দান করতে হবে।
advertisement
7/14
সিংহ রাশি- মঙ্গলবারে লাল পোশাক পরা উচিত। শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার থেকে ২১ বা ৪৫তম মঙ্গলবারে বা সারা বছর মঙ্গলবার উপবাস রাখা উচিত। প্রসাদ হিসেবে গুড় এবং ছোলার হালুয়া তৈরি করতে হবে।
advertisement
8/14
কন্যা রাশি- মঙ্গলবার ১০৮টি তুলসী পাতায় রামনাম লিখে বজরঙ্গবলীকে তার মালা পরাতে হবে। এতে বজরঙ্গবলীর পাশাপাশি শ্রীরামেরও আশীর্বাদ মিলবে।
advertisement
9/14
তুলা রাশি- বটগাছের মূলে মিষ্টি দুধ নিবেদন করতে হবে। সবসময় সঙ্গে রূপা রাখতে হবে।
advertisement
10/14
বৃশ্চিক রাশি- মঙ্গলবার বানরকে মিষ্টি রুটি, কলা, গুড় ও ছোলা দান করতে হবে। রাতে মাথার কাছে জল রেখে সকালে এই জল গাছে দান করতে হবে।
advertisement
11/14
ধনু রাশি- প্রতি মঙ্গলবার উপবাস করে হনুমানজির মন্দিরে রুটি নিবেদন করতে হবে এবং সুন্দরকাণ্ড ও হনুমান চালিসা পাঠ করতে হবে।
advertisement
12/14
মকর রাশি-মঙ্গলবার মুসুর ডাল, পাঁচটি লাল ফল, গুড়, একটি মিষ্টি পান, দশ গ্রাম লবঙ্গ, পাঁচ টাকার কয়েন, সিঁদুর একটি লাল কাপড়ে হনুমানজির পায়ের কাছে নিবেদন করতে হবে।
advertisement
13/14
কুম্ভ রাশি- সূর্যোদয়ের আগে তামার পাত্রে জল ভরে তাতে অশ্বত্থের ২১টি পাতা রাখতে হবে। ২১ ফোঁটা গঙ্গা জল এবং তাতে কিছু কালো তিল মিশিয়ে 'ওম হন হনুমন্তায় নমঃ' মন্ত্রটি ১০৮ বার জপ করে অশ্বত্থ গাছে দান করতে হবে।
advertisement
14/14
মীন রাশি- মঙ্গলবার হনুমানজির পূজা এবং লাল বস্ত্র অর্পণ করতে হবে। হনুমান চালিসা, সুন্দর কান্ড পাঠ এবং মঙ্গলবার উপবাস করে ২৭ জন প্রতিবন্ধীকে খাওয়ানো উচিত। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Mars Transit 2023: মঙ্গলের গোচরে রাশিচক্রে বড়সড় পরিবর্তন! আপনার দুঃসময় কীভাবে কাটবে দেখে নিন রাশি মিলিয়ে
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল