Mangal Gochar 2022: মঙ্গলের গোচর! দারুন সাফল্য আসতে চলেছে এই চার রাশির মানুষের জীবনে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Mangal Gochar 2022: জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে রাশির অবস্থান পরিবর্তন করে। গ্রহের এই স্থান পরিবর্তন কারও জন্য সৌভাগ্য আবার কারও জন্য অশুভ বার্তা বয়ে আনে।
advertisement
1/5

জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে রাশির অবস্থান পরিবর্তন করে। গ্রহের এই স্থান পরিবর্তন কারও জন্য সৌভাগ্য আবার কারও জন্য অশুভ বার্তা বয়ে আনে। বৈদিক জ্যোতিষ অনুসারে মঙ্গল ভূমি, যুদ্ধ, সাহস এবং পরাক্রম শক্তি দ্বারা প্রভাবিত হয়। আবার মঙ্গলকে নিষ্ঠুর গ্রহও বলা হয়ে থাকে। মেষ রাশির অধিপতি মঙ্গলের কর্কট রাশিতে দুর্বল এবং মকর রাশিতে উন্নত অবস্থানে থাকে বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, মঙ্গল অগ্নি এবং মানসিক চাপ সৃষ্টি করে। তাই মঙ্গল গ্রহের রাশি পরিবর্তনের কারণে কেউ শুভ, কেউ অশুভ আবার কেউ মিশ্র ফল পাবে। মঙ্গল গ্রহ আগামী ২৭ জুন মেষ রাশিতে প্রবেশ করবে। মঙ্গলের এই যাত্রা সমস্ত রাশিকে প্রভাবিত করবে। তবে রাশিচক্রের কিছু রাশি রয়েছে যাদের জন্য গোচর উপকারী হতে চলেছে।
advertisement
2/5
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। মঙ্গল মেষ রাশির প্রধান অধিপতি হওয়া ছাড়াও অষ্টম স্থানেরও অধিপতি। এই পরিবর্তনের সময় মঙ্গল নিজের রাশিতে অর্থাৎ মেষের প্রথম ঘরে অবস্থান করবে। এই সময়ে মঙ্গলের প্রভাবে মেষ জাতকরা কর্মক্ষেত্রে শক্তিশালী হয়ে উঠবেন। এ ছাড়াও এঁরা এই সময়ে ইতিবাচক শক্তির অনুভূতি লাভ করবেন। বিশেষ করে যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের জন্য এই ট্রানজিট খুব শুভ ফল দেবে।
advertisement
3/5
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। মিথুন রাশির জাতক-জাতিকাদের একাদশ ও ষষ্ঠ ঘরের অধিপতি মঙ্গল গ্রহ। এই ট্রানজিটের সময় মঙ্গল এই ঘর থেকে একাদশ ঘরে চলে যাবে। একাদশ ঘরে মঙ্গল গমন করায় এঁদের আয় বৃদ্ধির সম্ভাবনা তৈরি করবে। এই সময়ের মধ্যে মিথুন জাতকদের কিছু অর্থলাভও হবে। যদি কোনও টাকা আটকে থাকে তবে তা এই ট্রানজিটের সময়কালে তা ফেরত পাবেন। একই সময়ে কর্মক্ষেত্রে মিথুন জাতকদের দ্বারা সংঘটিত সমস্ত প্রচেষ্টা সফল হবে।
advertisement
4/5
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। কর্কট রাশির পঞ্চম ও দশম ঘরের অধিপতি মঙ্গল গ্রহ। এই ট্রানজিটের সময় মঙ্গল এঁদের দশম ঘরে অবস্থান করবে। সাধারণত রাশিফলের পঞ্চম স্থান বুদ্ধিমত্তা, চিন্তা করার ক্ষমতা, শিল্পকলা, সন্তান, প্রেমের সম্পর্ক এবং শিক্ষার ওপর শুভ ফল দেয়। এমতাবস্থায় দশম ঘরে মঙ্গলের গমন কর্কট রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে দারুন সাফল্য দিতে চলেছে। এতে তাদের বেতন বৃদ্ধির পাশাপাশি তাদের পদোন্নতির সম্ভাবনাও বাড়বে।
advertisement
5/5
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। নবম ঘরের অধিপতি মঙ্গল সিংহ রাশির চতুর্থ ঘরে অবস্থান করে। ট্রানজিটের সময় মঙ্গল এঁদের আর্থিকভাবে শক্তিশালী করবে। চাকরি বা ব্যবসায় দারুন ফাসল্য এনে দেবে। এছাড়াও পরিবারের সহায়তায় এঁরা যে কোনও সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Mangal Gochar 2022: মঙ্গলের গোচর! দারুন সাফল্য আসতে চলেছে এই চার রাশির মানুষের জীবনে