Manasapuja 2024 Date & Time: এ বছর মনসাপুজো কবে? জানুন দিনক্ষণ, সময় এবং সর্পদেবীকে পুজো করার শুভ ফল
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Manasapuja 2024 Date & Time: বর্ষাজুড়ে একাধিক সময়ে মনসাদেবী পূজিত হন বাংলার ঘরে ঘরে। দেখে নিন দেবীকে পুজো করার শুভ তিথি কোনগুলি।
advertisement
1/8

বর্ষায় গ্রামবাংলার অন্যতম লৌকিক পার্বণ হল মনসাপুজো। ঘনঘোর বর্ষায় সাপের কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য পুজো করা হয় সর্পদেবীর।
advertisement
2/8
বর্ষাজুড়ে একাধিক সময়ে মনসাদেবী পূজিত হন বাংলার ঘরে ঘরে। দেখে নিন দেবীকে পুজো করার শুভ তিথি কোনগুলি।
advertisement
3/8
১৬ জুন ছিল গঙ্গা দশহরার দিন। অর্থাত গঙ্গাদেবীকে পুজোর তিথি। এ বছর ১৬ জুন বা ১ আষাঢ় ছিল মনসাদেবীকে পুজোর তিথি।
advertisement
4/8
এর পর ৩১ আষাঢ় বা ১৬ জুলাইও মনসাপুজোর তিথি রয়েছে।
advertisement
5/8
২৪ শ্রাবণ বা ৯ অগাস্টও পুজো করতে পারবেন মনসাদেবীর।
advertisement
6/8
অনেক পরিবারে শ্রাবণ সংক্রান্তি বা শ্রাবণমাসের শেষ দিনও মনসাপুজোর রীতি প্রচলিত।
advertisement
7/8
দীর্ঘ দিন ধরে এই বিশ্বাস প্রচলিত যে মনসাদেবীর পুজো করলে সর্পদংশন থেকে রক্ষা পাওয়া যায়।
advertisement
8/8
এছাড়াও মনে করা হয় মনসাপুজো করলে বাস্তুদোষ ও পারিবারিক অশান্তি থেকে মুক্তি পাওয়া যায়। (ছবি: নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Manasapuja 2024 Date & Time: এ বছর মনসাপুজো কবে? জানুন দিনক্ষণ, সময় এবং সর্পদেবীকে পুজো করার শুভ ফল