TRENDING:

Manasa Puja Rituals 2024: শনিবার শ্রাবণ সংক্রান্তিতে মনসাপুজো! সর্পদেবীকে দিন এই লাল ফুল, ৭ পাতা, এই ২ জিনিস দিলেই ছারখার সংসার

Last Updated:
Manasa Puja Rituals 2024: আষাঢ় থেকে শুরু করে ভাদ্র মাস পর্যন্ত একাধিক দিন ও তিথিতে পূজিতা হন সর্পদেবী। শ্রাবণমাসের প্রতি মঙ্গল ও শনিবার মনসাদেবীর পুজো করা হয়। তবে নাগপঞ্চমী এবং শ্রাবণ সংক্রান্তি তিথি খুবই গুরুত্বপূর্ণ।
advertisement
1/9
শনিবার মনসাপুজো! সর্পদেবীকে দিন এই লাল ফুল, ৭ পাতা! এই ২ জিনিস দিলে ছারখার সংসার
সর্পসঙ্কুল অঞ্চল বাংলায় বর্ষাকাল জুড়ে একাধিক বার পূজিত হন সর্বদেবী মা মনসা। ভক্তদের প্রচলিত বিশ্বাস, সাপ-সহ যে কোনও বিষধর জীবের দংশন থেকে রক্ষা পাওয়া যায় মা মনসার পুজো করলে।
advertisement
2/9
আষাঢ় থেকে শুরু করে ভাদ্র মাস পর্যন্ত একাধিক দিন ও তিথিতে পূজিতা হন সর্পদেবী। শ্রাবণমাসের প্রতি মঙ্গল ও শনিবার মনসাদেবীর পুজো করা হয়। তবে নাগপঞ্চমী এবং শ্রাবণ সংক্রান্তি তিথি খুবই গুরুত্বপূর্ণ।
advertisement
3/9
এ বছর শ্রাবণ সংক্রান্তি পড়েছে শনিবার, ১৭ অগাস্ট। মনে করা হয় তাঁর পুজো করলে সংসারে সুখ সমৃদ্ধি ও শান্তি বজায় থাকে। কী কী করা হবে তাঁর পুজোয়, জানুন। বলছেন জ্যোতিষ বিশারদ নন্দকিশোর মুদগল।
advertisement
4/9
মনসাগাছের শাখা, ঝাঁপি, বিগ্রহে মনসাপুজো করা হয়। কোথাও কোথাও তিনি বিগ্রহেও পূজিতা হন। পুজোর অন্যতম উপকরণ দুধ এবং কলা। নিবেদন করা হয় মাটির পাত্রে।
advertisement
5/9
তবে মনসাদেবীর পুজোয় ধূপধুনো একদমই দেবেন না। পুজোয় মা মনসাকে অবশ্যই নিবেদন করুন পায়েস বা ক্ষীর। অনেক স্থানে এই পুজোয় অন্নভোগ দেওয়া হয়। বলিদানও প্রচলিত কোথাও কোথাও।
advertisement
6/9
মনসাদেবীর পুজোয় অবশ্যই নিবেদন করুন রক্তজবা। পাশাপাশি শালুক ও পদ্মফুলও দিতে পারেন তাঁর পুজোয়।
advertisement
7/9
মনসাদেবীর পুজোয় সাদা ও হলুদফুল নিবেদন করাও শুভ বলে মনে করা হয়।পান সুপুরি, দূর্বা ছাড়াও তুলসিপাতা, বেলপাতা প্রয়োজন হয় মনসাদেবীর পুজোয়। পুজোর ঘটে স্থাপন করা হয় আম্রপল্লব।
advertisement
8/9
পুজোর নৈবেদ্য সাজিয়ে দেওয়া হয় কলাপাতায় বা কচুপাতায়। সব মিলিয়ে এই ৭ রকম পাতা মনসাদেবীর পুজোয় অবিচ্ছেদ্য অঙ্গ।
advertisement
9/9
মনসাপুজোর দিন সাত্তিক আহার গ্রহণ করুন। আমিষ বা তামসিক আহার গ্রহণ না করাই বাঞ্ছনীয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Manasa Puja Rituals 2024: শনিবার শ্রাবণ সংক্রান্তিতে মনসাপুজো! সর্পদেবীকে দিন এই লাল ফুল, ৭ পাতা, এই ২ জিনিস দিলেই ছারখার সংসার
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল