TRENDING:

Manasa Puja Dos & Donts 2025: আজ নাগপঞ্চমীতে মনসাপুজো! ভুলে এই ২ উপকরণ দিলেই বিষাক্ত ছোবলে ক্ষত বিক্ষত জীবন! আশীর্বাদ পেতে দিন এই ফুল ও পাতা

Last Updated:
Manasa Puja Dos & Donts 2025: বর্ষাকালে মা মনসা পূজিতা হয়ে আসছেন দীর্ঘ কয়েক যুগ ধরে। মনে করা হয় তাঁর পুজো করলে সংসারে সুখ সমৃদ্ধি ও শান্তি বজায় থাকে। কী কী করা হবে তাঁর পুজোয়, জানুন।
advertisement
1/6
আজ  মনসাপুজোয় এই ২ জিনিস দিলে বিষাক্ত ছোবলে রক্তাক্ত জীবন! আশীর্বাদ পেতে দিন এই ফুল ও পাতা
মঙ্গলবার, ২৯ জুলাই দেশজুড়ে পালিত হচ্ছে নাগপঞ্চমী পার্বণ এবং অষ্টনাগ ব্রত। এই তিথিতে বাংলার ঘরে ঘরে পূজিতা হন সর্পদেবী মা মনসা। দীর্ঘ দিনের প্রচলিত বিশ্বাস, শ্রাবণে এই ব্রত পালন করলে রক্ষা পাওয়া যায় সাপের বিষাক্ত ছোবল থেকে।
advertisement
2/6
বর্ষাকালে মা মনসা পূজিতা হয়ে আসছেন দীর্ঘ কয়েক যুগ ধরে। মনে করা হয় তাঁর পুজো করলে সংসারে সুখ সমৃদ্ধি ও শান্তি বজায় থাকে। কী কী করা হবে তাঁর পুজোয়, জানুন। বলছেন জ্যোতিষ বিশারদ নন্দকিশোর মুদগল।
advertisement
3/6
ফণীমনসাগাছ, ঝাঁপি বা বিগ্রহেও মনসাপুজো করা হয়। পুজোর অন্যতম উপকরণ দুধ এবং কলা। পুজোয় মা মনসাকে অবশ্যই নিবেদন করুন পায়েস বা ক্ষীর। অনেক স্থানে এই পুজোয় অন্নভোগ দেওয়া হয়। বলিদানও প্রচলিত কোথাও কোথাও।
advertisement
4/6
মনসাদেবীর পুজোয় অবশ্যই নিবেদন করুন রক্তজবা। পাশাপাশি শালুক ও পদ্মফুলও দিতে পারেন তাঁর পুজোয়। মনসাদেবীর পুজোয় সাদা ও হলুদফুল নিবেদন করাও শুভ বলে মনে করা হয়।
advertisement
5/6
পান সুপুরি, দূর্বা ছাড়াও তুলসিপাতা, বেলপাতা প্রয়োজন হয় মনসাদেবীর পুজোয়। পুজোর ঘটে স্থাপন করা হয় আম্রপল্লব। তবে এই পুজোয় ধূপধুনো একদমই দেবেন না। তাহলে কুপিত হন দেবী।
advertisement
6/6
পুজোর নৈবেদ্য সাজিয়ে দেওয়া হয় কলাপাতায় বা কচুপাতায়। সব মিলিয়ে এই ৭ রকম পাতা মনসাদেবীর পুজোয় অবিচ্ছেদ্য অঙ্গ। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)(সব ছবি-AI Generated Images)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Manasa Puja Dos & Donts 2025: আজ নাগপঞ্চমীতে মনসাপুজো! ভুলে এই ২ উপকরণ দিলেই বিষাক্ত ছোবলে ক্ষত বিক্ষত জীবন! আশীর্বাদ পেতে দিন এই ফুল ও পাতা
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল