Makar Sankranti 2024: মকর সংক্রান্তিতে খান খিচুড়ি ও এই বিশেষ কালো খাবার! পালাবে অভাব, হাতে আসবে টাকা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Makar Sankranti 2024: একদিকে যেমন পৌষ মাসের শেষ দিন সেটি, অন্যদিকে ধনুরাশি ছেড়ে সূর্য গমন করে মকর রাশিতে
advertisement
1/10

আসছে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। আগামী ১৫ জানুয়ারি পালিত হবে সেই পুণ্যদিন।
advertisement
2/10
একদিকে যেমন পৌষ মাসের শেষ দিন সেটি, অন্যদিকে ধনুরাশি ছেড়ে সূর্য গমন করে মকর রাশিতে।
advertisement
3/10
বাঙালির দিনপঞ্জিতে মকর সংক্রান্তি খুবই গুরুত্বপূর্ণ ও পুণ্যসঞ্চয়ের বিশেষ তিথি। ঘরে ঘরে পিঠেপুলি তৈরির পার্বণ পালিত হয়।
advertisement
4/10
এই বিশেষ তিথিতে পালিত হয় কিছু বিশেষ রীতিনীতি। প্রচলিত বিশ্বাস, এই নীতি পালন করলে সংসারে অর্থ ও সুখশান্তির অভাব হবে না। বলছেন জ্যোতিষী পণ্ডিত মনোহর আচার্য।
advertisement
5/10
এই তিথিতে স্নান না করে কোনও আহার গ্রহণ করবেন না। আর্থিক কষ্ট দূর করতে পুজো করুন ভগবান বিষ্ণু এবং লক্ষ্মীদেবীর।
advertisement
6/10
এই পুণ্যতিথিতে ঘরবাড়ি পরিষ্কার করুন। দেখে নিন আপনার গৃহকোণ যেন ঝকঝকে তকতকে হয়।
advertisement
7/10
রান্নাঘর এবং রান্নার উপকরণ পরিষ্কার রাখুন। তাহলে মা লক্ষ্মীর কৃপালাভ করবেন। আপনার সংসারে তাঁর আগমনের পথ প্রশস্ত হবে।
advertisement
8/10
এই তিথিতে সূর্যদেবের পুজো করলে রোগব্যাধি থেকে মুক্তি পাবেন। যশ ও প্রতিপত্তি লাভ করবেন।
advertisement
9/10
এই তিথিতে খিচুড়ি এবং মিষ্টিগুড় গ্রহণ অবশ্যই করবেন। কাজের ক্ষেত্রে উন্নতি হবে। কালো তিলের নাড়ুও গ্রহণ করবেন। তাহলে শনিদেবের কৃপা লাভ করবেন। অর্থনৈতিক উন্নতি লাভ করবেন।
advertisement
10/10
এই তিথিতে বাড়ির দ্বার থেকে কোনও দুঃস্থ, দরিদ্রকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। তবে দানসামগ্রীর মধ্যে লৌহজাত বা চর্মজ কোনও জিনিস রাখবেন না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Makar Sankranti 2024: মকর সংক্রান্তিতে খান খিচুড়ি ও এই বিশেষ কালো খাবার! পালাবে অভাব, হাতে আসবে টাকা