Makar Sankranti 2024: আজ মকর সংক্রান্তিতে এই কাজগুলি করলেই রসাতলে যাবে ভাগ্য! এখনই জানুন, সতর্ক হোন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Makar Sankranti 2024: এই তিথিতে কোনও কোনও কাজ সম্পূর্ণ বর্জনীয়। সেই কাজগুলি করলে রসাতলে যাবে জীবন ও ভাগ্য
advertisement
1/8

মকর সংক্রান্তি প্রাচীন বিশ্বাস মতে বিশেষ গুরুত্বপূর্ণ। এই তিথিতে পালনীয় কিছু রীতি নীতি ও নিয়ম আছে।
advertisement
2/8
জ্যোতির্বিদ পণ্ডিত ইন্দ্রমণি ঘনসিয়াল জানিয়েছেন এই তিথিতে কোন কোন কাজ করলে ভাগ্য সুপ্রসন্ন হয়। জীবনে সোনায় সোহাগা হয়।
advertisement
3/8
তবে এই তিথিতে কোনও কোনও কাজ সম্পূর্ণ বর্জনীয়। সেই কাজগুলি করলে রসাতলে যাবে জীবন ও ভাগ্য। জেনে নিন সেগুলি কোন কোন কাজ। বলেছেন পণ্ডিত ইন্দ্রমণি ঘনসিয়াল।
advertisement
4/8
এই তিথিতে মাছ, মাংস, ডিম, মুসুরডাল, পেঁয়াজ, রসুনের মতো তামসিক খাবার গ্রহণ করবেন না। পবিত্র ও পুণ্যদিনে বিরত থাকুন সুরাপান থেকেও।
advertisement
5/8
মকর সংক্রান্তিতে দরিদ্রদের কখনওই খালি হাতে ফিরিয়ে দেবেন না। দরজায় আগত ভিক্ষাজীবীকে নিরাশ করবেন না। কাউকে অপমান করবেন না।
advertisement
6/8
স্নানের পর সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। তবে লোহা, স্টিল বা প্লাস্টিকের ঘটিতে অর্ঘ্য দান করবেন না।
advertisement
7/8
নোংরা অপরিষ্কার কাপড় এই দিন পরবেন না।
advertisement
8/8
এই তিথিতে ভুল করেও তুলসিপাতা তুলবেন না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Makar Sankranti 2024: আজ মকর সংক্রান্তিতে এই কাজগুলি করলেই রসাতলে যাবে ভাগ্য! এখনই জানুন, সতর্ক হোন