Mahashivrtari 2024 Vastu Tips: ছোট টোটকায় বড় লাভ! মহাশিবরাত্রিতে উন্নতির শিখরে জাতক-জাতিকারা, শিব চতুর্দশী থেকেই খুলবে বন্ধ ভাগ্যের দরজা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Mahashivrtari 2024 Vastu Tips: বাড়িতে যদি শিবলিঙ্গ না থাকে তাহলে মহাশিবরাত্রিতে একটি ছোট পারদ শিবলিঙ্গ বাড়িতে আনতে পারেন।
advertisement
1/8

৮ মার্চ, ২০২৪ শুক্রবার মহাশিবরাত্রি। মহাশিবরাত্রির এই উৎসব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পড়ে। মহাশিবরাত্রি সম্পর্কে কথিত আছে এই দিনে ভোলানাথ শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। এই দিনে পারদ শিবলিঙ্গের পূজার গুরুত্ব অনেক বেশি। শিবরাত্রিতে শিবলিঙ্গ দেখার প্রথা রয়েছে বলে মনে করা হয়।
advertisement
2/8
যাঁরা এই দিনে মন্দিরে যেতে পারেন না, তাঁদের বাড়িতে শিবলিঙ্গের পুজো করা উচিত। বাড়িতে যদি শিবলিঙ্গ না থাকে তাহলে মহাশিবরাত্রিতে একটি ছোট পারদ শিবলিঙ্গ বাড়িতে আনতে পারেন।
advertisement
3/8
বাস্তুশাস্ত্র মতে, পারদ শিবলিঙ্গ ঘরে রাখলে বাস্তু দোষও দূর হয়। শিবপুরাণে পারদ শিবলিঙ্গের গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। শিবপুরাণে লেখা আছে- লিঙ্গকোটিসহস্ত্রস্য য়ত্ফলং সাম্যগর্চনাত্ । তৎফলন কোটিগুনিতম্ রাসালিঙ্গার্চনাদ ভবেত্। ব্রহ্মহাত্য সহস্ত্রাণি গৌহাত্যয়ঃ শতানি চ। তত্ক্ষনাদ্বিলয়ম্ যন্তি রসলিঙ্গস্য দর্শনাত্ ॥ স্পর্শনাত্প্রপায়েত মুক্তিরিতি সত্যম্ শিবোদিতম্।
advertisement
4/8
উপরের শ্লোকের অর্থ হল, কোটি কোটি শিবলিঙ্গের আরাধনা করলে যে পুণ্য লাভ হয়, তার চেয়ে কোটি গুণ বেশি পারদ শিবলিঙ্গের পূজা ও দর্শনে। পারদ শিবলিঙ্গ স্পর্শ করলেই সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়।
advertisement
5/8
বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে পারদ শিবলিঙ্গ রাখার সময় এই বিষয়গুলি মাথায় রাখুন। ঘরে যেখানে শিবলিঙ্গ রাখা হয় সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নেওয়া উচিত। প্রতিদিন সকাল-সন্ধ্যা শিবলিঙ্গের কাছে প্রদীপ জ্বালান। বাড়িতে কোনও ঝামেলা না হয় এবং আপনি ভগবান শিবের মন্ত্র ওম নমঃ শিবায়, ওম সাম্ব সদা শিবায় নমঃ জপ করতে পারেন।
advertisement
6/8
বাস্তু বিশারদদের মতে, পরদ শিবলিঙ্গ বাস্তু দোষ দূর করে। বাড়িতে পারদ শিবলিঙ্গ রাখলে সকল প্রকার বাস্তু দোষ দূর হয়। এছাড়া ঘরের পরিবেশও হয়ে ওঠে পবিত্র। পারদ শিবলিঙ্গ স্থাপন এবং সাধনা করলে সাধক স্বয়ংক্রিয়ভাবে সুরক্ষিত হন। বিশেষ করে মহাবিদ্যা এবং কালী সাধকদের অবশ্যই এটি স্থাপন করতে হবে।
advertisement
7/8
পারদ শিবলিঙ্গকে ভগবান শিবের প্রকৃত রূপ বলে মনে করা হয়। তাই গৃহে স্থাপন করে নিত্য পূজা করলে গৃহে কোনও প্রকার তন্ত্রের প্রভাব পড়ে না এবং সাধকের উপর কোনও তন্ত্র কর্মের প্রভাবও পড়ে না।
advertisement
8/8
কারও যদি পিতৃদোষ থাকে তাহলে তাঁর প্রতিদিন পারদ শিবলিঙ্গের পূজা করা উচিত। এতে পিতৃদোষ দূর হয়। পরিবারের কোনও সদস্য অসুস্থ হলে তাঁকে পরদ শিবলিঙ্গে অর্পণ করা জল দিলে সেরে ওঠে। পারদ শিবলিঙ্গের পূজা করলে দাম্পত্য বাধাও দূর হয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Mahashivrtari 2024 Vastu Tips: ছোট টোটকায় বড় লাভ! মহাশিবরাত্রিতে উন্নতির শিখরে জাতক-জাতিকারা, শিব চতুর্দশী থেকেই খুলবে বন্ধ ভাগ্যের দরজা