Mahashivratri 2024: মহাশিবরাত্রির দিন ৪ রাশির ভাগ্যের চাকা ঘুরে যাবে! সৌভাগ্য চড়বে সোনার সিঁড়িতে
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
Mahashivratri 2024:
advertisement
1/7

এ বছর মহাশিবরাত্রির উপবাস পালিত হবে ৮ মার্চ। এই দিনে, প্রদোষ ব্রতের সঙ্গে অনেকগুলি শুভ যোগ তৈরি হতে চলেছে, যা কয়েকটি রাশির উপর খুব শুভ প্রভাব ফেলবে।
advertisement
2/7
দেওঘরের বিখ্যাত জ্যোতিষী জানান, ৮ই মার্চ মহাশিবরাত্রির উপবাস রয়েছে। ২৫০ বছর পর এই দিনে প্রদোষ ব্রতের পাশাপাশি সর্বার্থ সিদ্ধি ও অমৃত যোগ তৈরি হচ্ছে।
advertisement
3/7
তিনি জানিয়েছেন যে এই যোগগুলির পাশাপাশি শিবযোগ এবং শ্রাবণ নক্ষত্র হতে চলেছে। এর ফলে ৪ রাশির ভাগ্য খুলে যাবে। তাঁরা ইতিবাচক ফলাফল পাবেন। তাঁদের করতে হবে কয়েকটি প্রতিকার।
advertisement
4/7
মেষ রাশি: মহাশিবরাত্রির দিন এই রাশির জাতক-জাতিকাদের জলাভিষেক করতে হবে এবং বেলপাত্র নিবেদন করতে হবে। এতে মহাদেবের বিশেষ আশীর্বাদ পাওয়া যাবে। মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য অনুকূল থাকবে দিনটি।
advertisement
5/7
মিথুনরাশি: এই রাশির জাতক-জাতিকাদের উচিত মহাশিবরাত্রির দিন গঙ্গাজল দিয়ে অভিষেক করা। তারপর দই দিয়ে অভিষেক করা। এরপর ১১ টি বেল পাতা নিবেদন করতে হবে। এতে করে সকল প্রকার কষ্টের অবসান হবে।
advertisement
6/7
কর্কট: এই রাশির জাতক জাতিকাদের উচিত মহাশিবরাত্রির দিন দুগ্ধ দিয়ে অভিষেক করা। এতে করে আপনি সমস্ত সমস্যা থেকে মুক্তি মিলতে পারে।
advertisement
7/7
সিংহ রাশি: এই রাশির জাতক জাতিকাদের উচিত মহাশিবরাত্রির দিন গঙ্গাজল দিয়ে অভিষেক করা। তারপর দই দিয়ে অভিষেক করা। সঙ্গে ১১ টি বেল পাতা নিবেদন করা। এতে করে সকল প্রকার আর্থিক সমস্যা মিটতে পারে।(দাবিত্যাগ: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Mahashivratri 2024: মহাশিবরাত্রির দিন ৪ রাশির ভাগ্যের চাকা ঘুরে যাবে! সৌভাগ্য চড়বে সোনার সিঁড়িতে