Shivratri Puja Rituals: মহাশিবরাত্রিতে পুজো করুন এই দিকে মুখ করে বসে, প্রদীপ জ্বালুন এভাবে, নিবেদন করুন এই বিশেষ ফুল...মহাদেবের আশীর্বাদে ভরে থাকবে জীবন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Shivratri Puja Rituals: শিবরাত্রির ব্রতীদের কাছে উপবাস পালন বিশেষ গুরুত্বপূর্ণ৷ মনে করা হয় উপবাস ব্রত পালনে চিত্তশুদ্ধি হয়৷ পাশাপাশি, মন্ত্রপাঠ, মহাদেবকে দুধ, দই, ঘি, মধু, চন্দন, আখের রস, গঙ্গাজল-সহ নানা উপচারের অর্ঘ্য নিবেদন করেন পুণ্যার্থীরা
advertisement
1/10

আজ মহা শিবরাত্রি৷ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় এই শৈব পার্বণ৷ এই রীতিতে নিষ্ঠা ভরে আরাধনা করলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভ করা যায়৷ জেনে নিন এই তিথিতে কী করবেন, কী করবেন না, বলছেন জ্যোতিষবিদ অরবিন্দ ত্রিপাঠী৷
advertisement
2/10
শিবরাত্রির ব্রতীদের কাছে উপবাস পালন বিশেষ গুরুত্বপূর্ণ৷ মনে করা হয় উপবাস ব্রত পালনে চিত্তশুদ্ধি হয়৷ পাশাপাশি, মন্ত্রপাঠ, মহাদেবকে দুধ, দই, ঘি, মধু, চন্দন, আখের রস, গঙ্গাজল-সহ নানা উপচারের অর্ঘ্য নিবেদন করেন পুণ্যার্থীরা৷
advertisement
3/10
এই তিথিতে পুণ্যনদীতে স্নান ও ধর্মীয় গ্রন্থপাঠে পুণ্যলাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস৷ পুজো উপলক্ষে অনেকেই ভজন ও ধর্মগ্রন্থপাঠের আয়োজনও করেন৷
advertisement
4/10
শিবরাত্রিতে মহাদেবের উদ্দেশে প্রজ্বলন করুন ঘি দেওয়া মাটির প্রদীপ৷ ইচ্ছে হলে ঘিয়ে মিশিয়ে নিন কর্পূর ও জাফরান৷ প্রদীপের শিখা থাকবে উত্তরমুখী৷ হলুদ ফুলের পাপড়ির উপর প্রদীপ বাসেল খুবই ভাল ফল লাভ হবে৷
advertisement
5/10
যাঁরা প্রথম প্রহরে পুজো সেরে ফেলবেন তাঁরা একটি প্রদীপ প্রজ্বলন করবেন৷ যাঁরা প্রতি প্রহরে পুজো দেবেন, তাঁরা প্রতি প্রহরে প্রদীপ প্রজ্বলন করবেন৷ খেয়াল রাখবেন সব প্রদীপ যেন চতুর্দশী তিথি ধরে প্রজ্বলিত থাকে৷ নিভে না যায়৷
advertisement
6/10
শিবপুজো সব সময় উত্তর দিকে বসে করতে হয়৷ মহাদেবকে নিবেদন করুন আকন্দফুল ও নীল অপরাজিতার মালা৷ বেলপাতা নিবেদন করুন ৩-এর গুণিতকে৷ অর্থাত ৩, ৯, ২১-এরকম সংখ্যক বিল্বপত্র অর্ঘ্য দিন৷
advertisement
7/10
শিবরাত্রিতে মহেশ্বরকে নিবেদন করুন ধুতুরা, আকন্দ, নীলকণ্ঠ এবং হলুদ কলকে ফুল৷ এছাড়া শ্বেতপদ্ম বা গন্ধহীন সাদা ও হলুদ ফুলও নিবেদন করা যায়৷ কর্পূর, অগরু, শ্বেতচন্দন, গোলাপজল মিশ্রিত গঙ্গাজল ঢালুন বাবা মহাদেবের মাথায়৷
advertisement
8/10
শ্বেতচন্দন মিশ্রিত অশ্বত্থপাতা, দুর্বাঘাস, ভেজানো অখণ্ড আতপচাল, কালো তিল, গোটা যব, গোটা সবুজ মুগ নিবেদন করা যায়৷ পুষ্পার্ঘ্য নিবেদন করুন নন্দী মহারাজ এবং বাসুকিনাগকেও৷
advertisement
9/10
মহাদেবকে নিবেদন করুন ৩, ৫, ৭ বা ৯ অর্থাত বেজোড় সংখ্যক গোটা ফল৷ তার মধ্যে একটি অবশ্যই বেল রাখুন৷
advertisement
10/10
ঘণ্টাধ্বনি সহযোগে মহাদেবের আরতি করুন ধূপ, প্রদীপ, কর্পূরবাতি ও পঞ্চপ্রদীপ দিয়ে৷ পুজোর শেষে ভগবান শিবের অষ্টোত্তর শতনাম এবং শিবরাত্রির ব্রতকথা পাঠ করুন৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shivratri Puja Rituals: মহাশিবরাত্রিতে পুজো করুন এই দিকে মুখ করে বসে, প্রদীপ জ্বালুন এভাবে, নিবেদন করুন এই বিশেষ ফুল...মহাদেবের আশীর্বাদে ভরে থাকবে জীবন