Mahashivratri 2025: মহা শিবরাত্রিতে করুন এই কাজগুলি, মহাদেবের আশীর্বাদে দূর হবে বাধা বিঘ্ন, জীবনে আসবে অর্থবৃষ্টি ও সৌভাগ্য
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Mahashivratri 2025: শিবরাত্রিতে কথিত আছে, এই দিন যাঁরা উপোস করে থাকেন, তাঁদের গোটা বছর সুখ সমৃদ্ধিতে কাটে! কিন্তু অনেকেই জানেন না, শুধু উপোস করলেই ফল মেলেনা, আরও কিছু নিয়ম মানতে হয়।
advertisement
1/7

শিবরাত্রিতে কথিত আছে, এই দিন যাঁরা উপোস করে থাকেন, তাঁদের গোটা বছর সুখ সমৃদ্ধিতে কাটে! কিন্তু অনেকেই জানেন না, শুধু উপোস করলেই ফল মেলেনা, আরও কিছু নিয়ম মানতে হয়।
advertisement
2/7
বলা হয়, শিবকে দুধ কিংবা ক্ষীরই অর্পণ করা উচিৎ। তবে ভাঙ দিলেও শিব খুশি হন। পুজোর সময় পূজারীকে ‘ঔঁ নমঃ শিবায়ঃ’ মন্ত্রটি জপ করতে হবে।
advertisement
3/7
জ্যোতিষবীদ কৌশিক শাস্ত্রী জানাচ্ছেন, বছরের এই দিনটায় উপোস করেন অনেকেই। দীর্ঘদিন ধরে হিন্দুধর্মে এই ব্রত প্রচলিত হয়ে আসছে। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি অতি শুভ। বাঙালিরা রাত জেগে উপোস করে পুজো করেন। কিন্তু সমস্যা হল সারা দিন উপোসের ধকল সেরে প্রবল খিদে পায়। তখন কেউ বেশি খেয়ে ফেলেন, অথবা কেউ কেউ কিছু না খেয়েই শুয়ে পড়েন। আর তার থেকে শুরু হয়ে যায় নানা সমস্যা। কারও শরীর ডিহাড্রেট হয়ে যায়, আবার কেউ হজমজনিত সমস্যায় ভোগেন।
advertisement
4/7
প্রথমেই মনে রাখতে হবে, উপবাস তাঁরাই পালন করবেন, যাঁরা তা করতে সক্ষম। শারীরিক কোনও সমস্যা থাকলে প্রথমেই এই সংকল্প ত্যাগ করা উচিত। অন্যথায় হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা।
advertisement
5/7
সারাদিন উপোস করে কী খাবেন? বা উপোস ভেঙে ডায়েটে কী কী যোগ করলে,প্রয়োজনীয় পুষ্টি শরীরে পৌঁছবে এই নিয়ে আর চিন্তা করতে হবে না।
advertisement
6/7
বলা হয়, শিব চতুর্দশীর বিশেষ গুরুত্ব রয়েছে। তাঁকে আরাধনা করার এর থেকে শ্রেষ্ঠ দিন আর কিছু হতে পারে না। এই দিন নানাভাবে ভক্তরা শিবের আরাধনা করে থাকেন। শিবরাত্রির সঙ্গে প্রচলিত রয়েছে নানা কথা।
advertisement
7/7
পুরাণ অনুযায়ী, দেবী পার্বতীর সঙ্গে এই দিনে মহাদেবের মিলন হয়েছিল। আবার কোথাও শোনা যায়, এই দিন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল। এই দিন উপবাস করা ভালো মনে করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Mahashivratri 2025: মহা শিবরাত্রিতে করুন এই কাজগুলি, মহাদেবের আশীর্বাদে দূর হবে বাধা বিঘ্ন, জীবনে আসবে অর্থবৃষ্টি ও সৌভাগ্য