Mahashivratri 2024: তেল, ঘি নাকি কর্পূর? মহাদেবের পুজোয় কী দিয়ে জ্বালাবেন প্রদীপ? জেনে নিন সঠিক নিয়ম
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
শিবরাত্রিতে শিবের পুজোর সময় কী ব্যবহার করে প্রদীপ জ্বালানো উচিত
advertisement
1/7

মহাশিবরাত্রির দিন ভক্তরা শিবের পুজো করবেন। এইদিনে মহাদেবের পুজোর বেশ কিছু নিয়ম কানুন রয়েছে। সঠিক নিয়ম মেনেই অবশ্যই পুজো করা উচিত।
advertisement
2/7
পুজোর সময় প্রদীপ জ্বালাবার কথা মোটামুটি সকলেই জানেন। কিন্তু প্রদীপ তো বিভিন্নভাবে জ্বালা যায়। অনেকে প্রদীপ জ্বালাতে তেল ব্যবহার করেন। কেউ ঘি দিয়ে প্রদীপ জ্বালান।
advertisement
3/7
আবার কর্পূর দিয়েও দ্বীপ জ্বালানো যায়। শিবরাত্রিতে শিবের পুজোর সময় কী ব্যবহার করে প্রদীপ জ্বালানো উচিত
advertisement
4/7
তিরুপতির জ্যোতিষী ডঃ কৃষ্ণ কুমার ভার্গব জানালেন, প্রদীপ জ্বালানোর বিশেষ নিয়ম রয়েছে। মহাশিবরাত্রির দিন মহাদেবের পুজোর সময় কী দিয়ে প্রদীপ জ্বালানো উচিত।
advertisement
5/7
জ্যোতিষাচার্যের মতে, মহাদেবের পুজোয় সরষের তেল, ঘি অথবা কর্পূর। যে কোনও একটি জিনিস দিয়েই প্রদীপ জ্বালানো যেতে পারে। এর কোনও কড়াকড়ি বিধি নেই। তবে আরতির সময় অন্য কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে।
advertisement
6/7
মহাদেবের পুজোর কিছু নিয়ম আছে, যা মেনে চলা আবশ্যক। প্রথম নিয়ম হল আরতির সময় শঙ্খ ব্যবহার করা উচিত নয়।
advertisement
7/7
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Mahashivratri 2024: তেল, ঘি নাকি কর্পূর? মহাদেবের পুজোয় কী দিয়ে জ্বালাবেন প্রদীপ? জেনে নিন সঠিক নিয়ম