Mahashivratri 2024: শিবরাত্রিতে জলাভিষেকের সঠিক নিয়ম জানেন? সমস্ত বাধা বিপত্তি নিমেষেই দূর হবে
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
বিশিষ্ট জ্যোতিষী রামকৃষ্ণ সাহা জানান, মহাদেবের আরাধনা করে তাঁকে তুষ্ট করতে এই মহা শিবরাত্রিতে সঠিক উপায়ে শিবলিঙ্গে জলাভিষেক করুন
advertisement
1/6

আর মাত্র কয়েকদিন তারপরই শিবরাত্রি। মহাদেবের পুজোতে জলাভিষেক করেন। কিন্তু শিবলিঙ্গে জল ঢালার নির্দিষ্ট কিছু বিধি রয়েছে।
advertisement
2/6
বিশিষ্ট জ্যোতিষী রামকৃষ্ণ সাহা জানান, মহাদেবের আরাধনা করে তাঁকে তুষ্ট করতে এই মহা শিবরাত্রিতে সঠিক উপায়ে শিবলিঙ্গে জল ঢালুন।
advertisement
3/6
প্রথমত শিবলিঙ্গে জল ঢালার সময় কখওনই পূর্ব দিকে মুখ করে বসবেন না। পূর্ব দিকে মহাদেবের প্রবেশ পথ বলে মনে করা হয় তাই আপনি পূর্ব দিকে মুখ করে থাকলে তা মহাদেবের পথে বাধার সৃষ্টি করতে পারে। খেয়াল রাখতে হবে শিবলিঙ্গে জল ঢালার সময় যিনি ঢালছেন তাঁর মুখ যেন উত্তর দিকে থাকে।
advertisement
4/6
এছাড়া স্টিলের পাত্রে মহাদেবকে জল অর্পণ করবেন না। তামার কলস কিম্বা রুপো বা ব্রোঞ্জের পাত্রে শিবলিঙ্গে জল ঢালতে পারেন।
advertisement
5/6
দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুলেও শিবলিঙ্গে জল ঢালবেন না। মহাদেবের রুদ্রাভিষেক করার সময় দাঁড়িয়ে থাকা একদমই উচিত নয়।
advertisement
6/6
এছাড়া অবশ্যই ডান হাতে পাত্র ধরে শিবলিঙ্গে জল দেবেন আর আপনার বাম হাত আপনার ডান হাতকে স্পর্শ করে থাকবে। জল ঢালার সময় "ওম নমঃ শিবায়" এই মন্ত্রটি জপ করবেন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Mahashivratri 2024: শিবরাত্রিতে জলাভিষেকের সঠিক নিয়ম জানেন? সমস্ত বাধা বিপত্তি নিমেষেই দূর হবে