Mahashivratri 2024: আসছে মহাশিবরাত্রির পুণ্যতিথি! ভুলেও এই জিনিসগুলি নিবেদন করবেন না দেবাদিদেব মহাদেবকে! সংসারে ঘোর অনর্থ নেমে আসবে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Mahashivratri 2024: কথিত, এই পুণ্যতিথিতে বেশ কিছু জিনিস মহাদেবকে নিবেদন করা যায় না। প্রচলিত বিশ্বাস, এই বিশেষ জিনিসগুলি নিবেদন করলে দেবাদিদেব মহাদেব কুপিত হন।
advertisement
1/9

আগামী ৮ মার্চ পালিত হবে এ বছরের মহাশিবরাত্রি। এই পুণ্যতিথিতে উপবাস পালন করে ভক্তরা দেবাদিদেব মহাদেবের উপাসনা করেন। বেলপাতা, আকন্দফুল, ধুতুরাফুল, চন্দন-সহ নানা উপকরণ এই তিথিতে শিবকে নিবেদন করা হয়।
advertisement
2/9
কথিত, এই পুণ্যতিথিতে বেশ কিছু জিনিস মহাদেবকে নিবেদন করা যায় না। প্রচলিত বিশ্বাস, এই বিশেষ জিনিসগুলি নিবেদন করলে দেবাদিদেব মহাদেহ কুপিত হন। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
advertisement
3/9
শিবরাত্রিতে মহাদেবকে তুলসিপাতা নিবেদন করবেন না।
advertisement
4/9
কেয়া এবং চাঁপাফুল কোনওমতেই উৎসর্গ করবেন না মহাদেবকে।
advertisement
5/9
নারকেল দিলেও নারকেলের জল শিবরাত্রিতে নিবেদন করবে না।
advertisement
6/9
শুধু শিবরাত্রিই নয়। কোনও তিথিতেই শিবলিঙ্গে জাফরান বা কুমকুম নিবেদন করবেন না।
advertisement
7/9
মহাশিবরাত্রিতে যে বেলপাতা নিবেদন করবেন, দেখে নিন তাতে যেন কোনও খুঁত না থাকে। পোকায় খাওয়া বা ছিঁড়ে যাওয়া বেলপাতা কখনওই নেবেন না।
advertisement
8/9
ব্রোঞ্জপাত্রে কখনওই দুধ বা দই নিবেদন করবেন না দেবাদিদেব মহাদেবকে। সব সময় তামার পাত্রে নিবেদন করুন দুধ, দই এবং ঘি। দেখবেন আপনার নখ যেন অর্ঘ্যস্পর্শ না করে।
advertisement
9/9
শিবরাত্রিতে সব সময় অর্ধচন্দ্রাকৃতি পদক্ষেপে প্রদক্ষিণ করুন শিবলিঙ্গ।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Mahashivratri 2024: আসছে মহাশিবরাত্রির পুণ্যতিথি! ভুলেও এই জিনিসগুলি নিবেদন করবেন না দেবাদিদেব মহাদেবকে! সংসারে ঘোর অনর্থ নেমে আসবে