Mahalaya Astro Tips: মহালয়ার তিথিতেই সূর্যগ্রহণ! ভুল করেও করবেন না এই কাজগুলি, জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার, জানুন জ্যোতিষকথা
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Mahalaya Astro Tips: মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়। জ্যোতিষশাস্ত্র মতে, এই বিশেষ দিনে কিছু নিয়ম মেনে চললে জীবনে সুখ-শান্তি ও সৌভাগ্য আসে। জেনে নিন সেই টোটকা ও কী করা উচিত নয়
advertisement
1/7

রবিবার মহালয়া। মহালয়ায় পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়। তাই এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে।
advertisement
2/7
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, জ্যোতিষশাস্ত্র মতে এই দিন কিছু টোটকা মেনে চললে আমরা আমাদের ভাগ্যের হাল ফেরাতে পারি। কিছু বিশেষ টোটকা রয়েছে যা মেনে চলতে পারলে খুবই উপকার পাওয়া যায়, আবার এমন কিছু কাজ রয়েছে যা এই দিন একেবারেই করা উচিত নয়। দেখে নেব সেই টোটকাগুলো।
advertisement
3/7
মহালয়ার দিন যদি সম্ভব হয়, তা হলে বাড়িতে পাঁচ জন কিংবা সাত জন পুরোহিত সেবা করুন। এ ছাড়া বাড়িতে শিশুদের খাবার খাওয়াতে পারেন, সেটাও শুভ বলে মানা হয়।
advertisement
4/7
এই দিন যে কোনও পশুপাখিকে খাবার খাওয়ানো খুব শুভ। মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশে একটা তামার ঘটিতে কাঁচা দুধ, কালো তিল, আতপ চাল, সাদা ফুল এবং গঙ্গাজল মিশিয়ে বাড়ির কোনও ফাঁকা জায়গায় ঢেলে দিন। এই কাজটা কোনও জলাশয়েও করা যেতে পারে।
advertisement
5/7
মহালয়ার দিন কোনও অসহায় মানুষকে তাঁর উপকারে লাগে এমন জিনিস দান করুন। মহালয়ার দিন বাড়ির অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন।
advertisement
6/7
এই দিন ভুল করেও চুল-দাড়ি এবং নখ কাটতে নেই। এই দিন কাউকে কিছু ধার দেবেন না। এই দিন বাড়িতে কোনও মাঙ্গলিক কাজ করবেন না।
advertisement
7/7
যদি নতুন কিছু কেনাকাটা করার প্রয়োজন থাকে, যেমন বাড়ি, গাড়ি, তা হলে এই দিন কিনবেন না। বাড়িতে কোনও ভিখারি যদি এই দিন আসে, তা হলে কোনও মতেই তাকে খালি হাতে ফেরাবেন না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Mahalaya Astro Tips: মহালয়ার তিথিতেই সূর্যগ্রহণ! ভুল করেও করবেন না এই কাজগুলি, জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার, জানুন জ্যোতিষকথা