Mahalaya 2023: মহালয়ার দিন ভুলেও এই তিন কাজ করবেন না! জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার, জানুন জ্যোতিষকথা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:PIYA GUPTA
Last Updated:
Mahalaya 2023: মহালয়ার দিন এই কাজগুলো করলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার, দাবি বিখ্যাত জ্যোতিষীর।
advertisement
1/6

শনিবার মহালয়া। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। কথিত আছে, জ্যোতিষ মতে সারা বছর সুখে শান্তিতে বাঁচার জন্য কিছু নিয়মকানুন এদিন মানা প্রয়োজন।
advertisement
2/6
মহালয়ার পুণ্যলগ্নে এমন কিছু কাজ রয়েছে যা করলে আপনার জীবনে দুর্দশা আসতে পারে।
advertisement
3/6
বিশিষ্ট জ্যোতিষী রামকৃষ্ণ দে জানান, অমাবস্যা তিথিতে মহালয়া পালন করা হয়। শাস্ত্র মতে, মহালয়ার এই শুভলগ্নে বাড়িতে কোনও রকম অনুষ্ঠান যেমন বিবাহ অথবা বাড়ি-গাড়ি ইত্যাদি না কেনাই ভাল।
advertisement
4/6
এছাড়াও মহালয়ার দিনে যিনি তর্পণ করবেন এই দিনটিতে ভুলেও চুল দাড়ি কাটবেন না। পাশাপাশি, এদিন ধূমপান কিংবা মদ্যপান করা উচিত নয়। মাটি খনন করবেন না।
advertisement
5/6
এছাড়াও মহালয়ার এই বিশেষ দিনে আমিষ গ্রহণ করা উচিত নয়। পারলে এদিন সপরিবার নিরামিষ খান। এদিন কাউকে ধার দেবেন না।
advertisement
6/6
এছাড়াও এদিন আপনার বাড়িতে কোনও ভিক্ষুক এলে তাকে খালি হাতে ফেরাবেন না। মহালয়ার দিন গরিব-দুঃখিকে বস্ত্র কিংবা খাবার দান করা ভীষণ শুভ বলে মনে করা হয় জ্যোতিষ মতে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Mahalaya 2023: মহালয়ার দিন ভুলেও এই তিন কাজ করবেন না! জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার, জানুন জ্যোতিষকথা