TRENDING:

Mahashivratri 2024: কবে মহাশিবরাত্রি? শিবের মাথায় জল ঢালার বিশেষ সময়, সর্বার্থ সিদ্ধি সহ ৩টি শুভ যোগে জ্বলজ্বল করবে ভাগ্য!

Last Updated:
মহাশিবরাত্রিতে শিব ভক্তরা উপবাস করেন এবং আচার-অনুষ্ঠানের সঙ্গে পুজো করেন। শিবভক্তরা সোমবার শিবের আরাধনা করে তবে মহাশিবরাত্রিতে, চতুর্থ রাতের পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে এবং এর জন্য শুভ সময়টি পালন করতে হবে।
advertisement
1/6
কবে মহাশিবরাত্রি?শিবের মাথায় জল ঢালার বিশেষ সময় জানুন, ৩ শুভ যোগে চমকাবে ভাগ্য
ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রির পবিত্র উৎসব। এই বছর, মহাশিবরাত্রির দিনে, সর্বার্থ সিদ্ধি সহ ৩টি শুভ যোগ তৈরি হতে চলেছে। ওই দিন রয়েছে শ্রাবণ ও ধনীষ্ঠা নক্ষত্র। ভগবান মহাশিবরাত্রিতে শিব ভক্তরা উপবাস করেন এবং আচার-অনুষ্ঠানের সঙ্গে পুজো করেন। শিবভক্তরা সোমবার শিবের আরাধনা করে তবে মহাশিবরাত্রিতে, চতুর্থ রাতের পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে এবং এর জন্য শুভ সময়টি পালন করতে হবে। এবছর মহাশিবরাত্রি কোন দিন,শুভ সময় কোনটা, জানাচ্ছেন কাশীর জ্যোতিষী চক্রপাণি ভট্ট৷
advertisement
2/6
মহাশিবরাত্রি ২০২৪ কোন দিনে?এই বছর ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথি ৮মার্চ শুক্রবার রাত ৯.৫৭ থেকে শুরু হবে এবং এই ৯মার্চ শনিবার সন্ধ্যা ৬.১৭ পর্যন্ত চলবে৷ মহাশিবরাত্রির পূজার রাতের পুজো ৮ই মার্চ হবে। ফলে ৮মার্চ শুক্রবার মহাশিবরাত্রির তিথি পালন হবে।
advertisement
3/6
মহাশিবরাত্রির সময় কখন? মহাশিবরাত্রির পুজোর শুভ সময় হল রাত ১২.০৭টা থেকে ১২.৫৬টা পর্যন্ত চলবে। যারা রাতের পুজো করতে চান না, তারা ব্রাহ্ম মুহুর্ত থেকে শুরু করে দিনের যে কোনও সময় করতে পারেন। মহাশিবরাত্রির দিন, ব্রাহ্ম মুহুর্ত সকাল ৫.০১ থেকে ৫.৫০ পর্যন্ত চলবে।
advertisement
4/6
মহাশিবরাত্রি ২০২৪ রাত চার প্রহর পুজোর মুহুর্ত-মহাশিবরাত্রির রাতে প্রথম প্রহর পুজোর মুহুর্ত-সন্ধে ৬.২৫ থেকে রাত ৯.২৮ ৷ মহাশিবরাত্রির রাতে দ্বিতীয় প্রহর পুজোর মুহুর্ত-রাত ৯.২৮ থেকে রাত ১২.৩১৷ মহাশিবরাত্রির রাতে তৃতীয় প্রহর পুজোর মুহুর্ত-৯মার্চ সকাল ভোর ১২.৩১ থেকে ৩.৩৪ পর্যন্ত৷ মহাশিবরাত্রির রাতে চতুর্থ প্রহর পুজোর শুভ সময়-৯ মার্চ ৩.৩৪ থেকে সকাল ৬.৩৭ পর্যন্ত৷
advertisement
5/6
মহাশিবরাত্রির উপবাসের দিনে সর্বার্থ সিদ্ধি, শিব ও সিদ্ধ যোগ তৈরি হচ্ছে। সেই দিন সর্বার্থ সিদ্ধি যোগ সকাল ৬.৩৮ থেকে ১০.৪১ পর্যন্ত। যেখানে শিব যোগ ৯ মার্চ সকাল থেকে ১২.৪৬ পর্যন্ত। সেই থেকে সিদ্ধ যোগ গঠিত হচ্ছে। শিব যোগ আধ্যাত্মিক অনুশীলনের জন্য ভাল বলে মনে করা হয়, যেখানে সর্বার্থ সিদ্ধি যোগে করা কাজ সফল প্রমাণিত হয়। শ্রাবণ নক্ষত্র ভোর থেকে সকাল ১০.৪১ পর্যন্ত থাকে, তারপরে এটি ধনীষ্ঠা নক্ষত্র। মহাশিবরাত্রি উপবাস শেষ হবে ৯ মার্চ শনিবার।
advertisement
6/6
মহাশিবরাত্রির গুরুত্ব-মহাশিবরাত্রির দিনে শিব ও মা পার্বতীর সাক্ষাৎ হয়েছিল। সেদিন দু’জনের বিয়ে হয়। মহাশিবরাত্রিতে উপবাস ও শিবের আরাধনা করলে মনোবাঞ্ছা পূরণ হয় এবং কষ্ট দূর হয়। Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Mahashivratri 2024: কবে মহাশিবরাত্রি? শিবের মাথায় জল ঢালার বিশেষ সময়, সর্বার্থ সিদ্ধি সহ ৩টি শুভ যোগে জ্বলজ্বল করবে ভাগ্য!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল