TRENDING:

Maha Shivratri Favorite Zodiacs: মহাশিবরাত্রিতে রাশি অনুযায়ী শিবের পুজো করুন, তিন প্রহরেই মালামাল হবেন

Last Updated:
Maha Shivratri Favorite Zodiacs: শিবের পুজো করুন নিয়ম মেনে জীবন অত্যন্ত সুন্দর হবে, হাতে আসবে প্রচুর টাকা
advertisement
1/20
মহাশিবরাত্রিতে রাশি অনুযায়ী শিবের পুজো করুন, তিন প্রহরেই মালামাল হবেন
Maha Shivratri Favorite Zodiacs: হিন্দুধর্মে শিবরাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব ৷ শিবরাত্রি পাল্গুন মাসে আর শ্রাবণ মাস শিবের নামেই অর্পিত ৷ প্রথমটি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষ অর্থাৎ আজ আর দ্বিতীয়টি গোটা শ্রাবণ মাস ধরেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/20
Maha Shivratri Favorite Zodiacs: আজ অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি পালিত হচ্ছে শিবরাত্রি ৷ শিবরাত্রির গুরুত্ব এই কারণেই শিবরাত্রির দিনে শিব ও পার্বতীর শুভ বিবাহ সুসম্পন্ন হয়েছিল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/20
Maha Shivratri Favorite Zodiacs: শিবরাত্রির দিনে ঠিক কোনও কোনও রাশির উপরে কী কী প্রভাব হতে চলেছে এবার দেখে নিন একনজরে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/20
Maha Shivratri Favorite Zodiacs: মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য বড় কাজ এটাই আপনারা শিবের পায়ে ফুল অর্পিত করুন ৷ গোলাপ বা গ্যাঁদা ফুল শিবলিঙ্গে অর্পিত করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/20
Maha Shivratri Favorite Zodiacs: এতে স্বাস্থ্য ও চাকরি সংক্রান্ত বাধা বিপত্তি দূর হয়ে যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/20
Maha Shivratri Favorite Zodiacs: বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য শিবের প্রতি জলাভিষেক করুন সব থেকে বড় ফল পাবেন ৷ এরফলে বৈবাহিক জীবনে বরদান পাবেন ৷ জীবনও সম্পন্ন হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/20
Maha Shivratri Favorite Zodiacs: মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য সব থেকে ভাল উপায় এটি য়ে আপনারা শিবলিঙ্গে বেলপাকা অর্পণ করুন ৷ এতে কেরিয়ার ও সন্তান সংক্রান্ত সমস্যা দূর হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/20
Maha Shivratri Favorite Zodiacs: কর্কট রাশির জাতক-জাতিকারা শিবের উপরে দুধ মিশ্রিত জল অর্পিত করুন ৷ এতে মানসিক সমস্যা দূর হতে পারে দুর্ঘটনা থেকেও মুক্তি পাওয়া যাবে ৷ পাওয়া যাবে দুর্ঘটনা থেকে মুক্তি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/20
Maha Shivratri Favorite Zodiacs: সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য ভাল ফল পাওয়া যাবে যদি শিবের প্রতি আখ নিবেদন করেন ৷ জীবন সম্পন্ন হয়, সন্তানের থেকে প্রাপ্তি পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/20
Maha Shivratri Favorite Zodiacs: কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য ভাল ফল পাওয়া যাবে যদি শিবলিঙ্গে ধুতরা ফুল ও ভাং অর্পণ করেন ৷ জীবন উন্নতির গতিপথে দুর্দান্ত বেগে চলবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/20
Maha Shivratri Favorite Zodiacs: বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা মহাশিবরাত্রির দিনে শিবের প্রতি আবির অর্পিত করুন জীবন অতি সুন্দর হবে ৷ সাফল্য আসবে অতি সহজেই এবং তা ধরেও রাখতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/20
Maha Shivratri Favorite Zodiacs: প্রদীপ জ্বালিয়ে যদি ধনু রাশির জাতক-জাতিকারা শিবের আরাধানা করেন তাতে বিশেষ ফল পেতে পারেন ৷ জীবন সফল হবে সব বাধাও হবে দূর ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/20
Maha Shivratri Favorite Zodiacs: মকর রাশির জাতক-জাতিকাদের জন্য সুফল আসতে পারে যদি শিবরাত্রিতে কালো তিল ও জল অর্পিত করেন ৷ সন্তানের ভবিষ্যত ভাল হবে, বিবাহিত হবে সুখের ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/20
Maha Shivratri Favorite Zodiacs: শিবরাত্রিতে কুম্ভ রাশির জাতক-জাতিকারা শিবের মাথায় জল ঢালুন সঙ্গে বেলপাতাও অর্পিত করুন ৷ মানসিক শান্তি পাবেন, ক্রোধও নিয়ন্ত্রিত করা সম্ভব হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/20
Maha Shivratri Favorite Zodiacs: মীন রাশির মানুষেরা শিবলিঙ্গে চন্দন অর্পিত করুন ৷ শরীরের জন্য অত্যন্ত ভাল হতে পারে ৷ ধনসম্পত্তির অভাব হবেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
16/20
Maha Shivratri Favorite Zodiacs: শিবের চার প্রহরের পুজোর নির্ঘণ্ট দেখুন ৷ একনজরে ৷ প্রতীকী ছবি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
17/20
Maha Shivratri Favorite Zodiacs: প্রথম প্রহর - সন্ধে ০৬.৪১ থেকে রাত ০৯.৪৭ পর্যন্ত ৷ শিব পুজোতে দুধ অর্পিত করলে ভাল ফল পেতে পারেন ৷ একই সঙ্গে জল দিয়ে অভিষেকও করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
18/20
Maha Shivratri Favorite Zodiacs: দ্বিতীয় প্রহর- রাত ০৯.৪৭ থেকে ১২.৫৩ পর্যন্ত এই পুজোয় দই অর্পণ করা যেতে পারে ৷ একই সঙ্গে জলধারার সঙ্গে অভিষেক করলে ভাল হবে, শিবের মন্ত্র জপ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
19/20
Maha Shivratri Favorite Zodiacs: তৃতীয় প্রহর রাত ১২.৫৩ থেকে ০৩.৫৮ পর্যন্ত এই সময়ে শিবকে ঘি অর্পিত করা উচিৎ ৷ তারপরে জল ধারা দিয়ে অভিষেক করা উচিৎ ৷ এতে সব থেকে ভাল ফল পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
20/20
Maha Shivratri Favorite Zodiacs, Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য করেনা নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে তবেই সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Maha Shivratri Favorite Zodiacs: মহাশিবরাত্রিতে রাশি অনুযায়ী শিবের পুজো করুন, তিন প্রহরেই মালামাল হবেন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল