Mahashivratri 2024: ভুলেও শিবপূজার সময় করবেন না এইসব কাজ, দেবেন না এইসব ফুল! শিবরাত্রির আগেই সাবধান করলেন বিশেষজ্ঞ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
জ্যোতিষ পণ্ডিত সাবধান করলেন শিবপূজার ভুলগুলি সম্পর্কে।
advertisement
1/10

সামনেই মহা শিবরাত্রি। শাস্ত্রমতে এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। অতি পবিত্র দিন শিবরাত্রি। ওই দিন ভক্তরা মহাদেবের পুজো করবেন। কিন্তু শিবপূজা করতে গিয়ে অনেকেই না জেনে বেশ কিছু ভুল ত্রুটি করে বসেন। জ্যোতিষ পণ্ডিত সাবধান করলেন সেই ভুলগুলি সম্পর্কে। সেই সঙ্গে জানালেন, সঠিক নিয়ম মেনে পুজো করলে মহাদেব সন্তুষ্ট হবেন।
advertisement
2/10
দিল্লি নিবাসী জ্যোতিষী পণ্ডিত অলোক পান্ড্যে জানালেন শিবপূজার রীতিনীতি সম্বন্ধে। মহাদেবের পূজার সময় কোন কোন কাজ করা একেবারেই উচিত নয়, তা জানালেন জ্যোতিষী। বেলপাতা কেমন হওয়া উচিত থেকে শিবলিঙ্গের পরিক্রমা, সমস্ত বিষয়েই বিস্তারিত ভাবে জানালেন তিনি।
advertisement
3/10
শিবলিঙ্গের সম্পূর্ণ পরিক্রমা করবেন না- জ্যোতিষী পণ্ডিত অলোক পান্ড্যে জানালেন ভোলেনাথের পূজা করার সময়, ভুল করেও শিবলিঙ্গের সম্পূর্ণ পরিক্রমা করা উচিত নয়।
advertisement
4/10
বেলপাতা কেমন হওয়া উচিত- জ্যোতিষী পণ্ডিত জানালেন মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে বেলপাতা নিবেদন করা উচিত। এই বেলপাতা কোথাও ভাঙা, ছেঁড়া বা খণ্ডিত হওয়া উচিত নয়। বেলপাতা সর্বদা একটি মসৃণ পৃষ্ঠে দেওয়া উচিত। আপনি ভগবান শিবকে দেওয়া বেলপাতা ধুয়ে পুনরায় ব্যবহার করতে পারেন।
advertisement
5/10
এই জিনিসগুলি নিবেদন করবেন না- ভোলেনাথের পূজা করার সময়, ভুল করেও হলুদ, কুমকুম, রোলি নিবেদন করা উচিত নয়। হলুদের পরিবর্তে ভোলেনাথকে হলুদ চন্দন নিবেদন করতে পারেন।
advertisement
6/10
শঙ্খ দিয়ে অভিষেক করবেন না- ধর্মীয় গ্রন্থ অনুসারে, শিবের পূজার অভিষেকের সময় শঙ্খ ব্যবহার করা উচিত নয়।
advertisement
7/10
তুলসী পাতা- ভোলেনাথের পূজা করার সময় ভুল করেও তুলসী পাতা নিবেদন করা উচিত নয়। জানালেন জ্যোতিষাচার্য
advertisement
8/10
কেতকী এবং কলকে ফুল - কেতকী ফুল এবং কলকে ফুল মহাদেবকে নিবেদন করা উচিত নয়।
advertisement
9/10
মহাশিবরাত্রিতে এই জিনিসগুলি নিবেদন করুন - উপরে উল্লিখিত জিনিসগুলির পরিবর্তে, আপনি যদি মহাশিবরাত্রিতে ভোলেনাথকে বেলপাতা, ভাং, ধুতুরা, আকন্দ এবং শমী পাতা নিবেদন করেন তবে মহাদেব এতে প্রসন্ন হবেন।
advertisement
10/10
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Mahashivratri 2024: ভুলেও শিবপূজার সময় করবেন না এইসব কাজ, দেবেন না এইসব ফুল! শিবরাত্রির আগেই সাবধান করলেন বিশেষজ্ঞ