TRENDING:

Maghi Purnima on Zodiac Signs: মাঘের পূর্ণিমাতেই আজ বছরের প্রথম পূর্ণচন্দ্র! কোন রাশির প্রেম তুঙ্গে? কারই বা সোনায় সোহাগা? কাদের অর্থিক জীবন তছনছ? পড়ুন পূর্ণিমার রাশিফল

Last Updated:
Maghi Purnima on Zodiac Signs: রাশিচক্রে প্রতিটি রাশির উপরই এই পুণ্যতিথি প্রভাব ফেলে৷ দেখে নেওয়া যাক কোন রাশিতে কী প্রভাব পড়ে মাঘের পূর্ণিমার৷
advertisement
1/14
বছরের প্রথম পূর্ণিমায় আজ কোন রাশির প্রেম তুঙ্গে? কাদের জীবন তছনছ? পড়ুন রাশিফল
আজ, বৃহস্পতিবার বছরের প্রথম পূর্ণিমা৷ মাঘ মাসের পূর্ণিমা হওয়ার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কথিত, এই তিথিতে বিশেষ বিশেষ কিছু কাজে পুণ্য অর্জন করা যায়৷
advertisement
2/14
জ্যোতিষীদের মতে, এই তিথিতে চন্দ্র গমন করে কর্কটরাশিতে৷ রাশিচক্রে প্রতিটি রাশির উপরই এই পুণ্যতিথি প্রভাব ফেলে৷ দেখে নেওয়া যাক কোন রাশিতে কী প্রভাব পড়ে মাঘের পূর্ণিমার৷
advertisement
3/14
মেষ : প্রতিভা প্রদর্শনের সুযোগ আসবে জীবনে৷ বর্তমান আগ্রহ, প্রেম, শখ গুরুত্ব পাবে৷ মনের কথাও প্রকাশ করে ফেলতে পারেন প্রিয়জনের কাছে৷ বলে ফেলতে পারেন ভালবাসার ভাললাগার কথা৷
advertisement
4/14
বৃষ: জীবনের একান্ত ব্যক্তিগত ক্ষেত্রে পড়বে চন্দ্রদেবের কৃপাদৃষ্টি৷ প্রিয়জন আসবে বলে সাজাতে পারেন ঘরদোর৷ নিজের জন্য নিরাপদ নিভৃত কোণ তৈরি করুন৷
advertisement
5/14
মিথুন : পূর্ণিমার আলোয় স্পষ্ট হয়ে উঠবে আপনার বর্তমান চিন্তাভাবনা৷ সাহস করে বলতে পারেন মনের কথা৷ অপরের নজর আকর্ষণ করার জন্য বলতে পারেন স্পষ্ট কথা৷ উচিত কথা বলার সুযোগও আসতে পারে৷
advertisement
6/14
কর্কট : নজর দিন আপনার বর্তমান আর্থিক সংস্থানের উপর৷ নিজের যত্ন নিন৷ মনে রাখবেন, নিজের খেয়াল রাখা অন্যায় বা অপরাধ নয়৷
advertisement
7/14
সিংহ : নিজের সূক্ষ্মতম দিক আলোকিত হতে পারে এই পূর্ণিমায়৷ না চাইলেও আসতে পারেন লাইমলাইটে৷ অনেকের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবেন৷ জনসাধারণের মধ্যে বাড়বে পরিচিতি৷
advertisement
8/14
কন্যা : অন্তরাত্মার সঙ্গে কথা বলবেন৷ এত দিন নিজের যে গুণগুলিকে চিনতেন না, সেগুলির সঙ্গে পরিচিত হবেন৷ আপনি স্বীকৃতি পাওয়ার যোগ্য৷ সকলের সঙ্গে মিলে কাজ করার ক্ষেত্রে আনন্দ পাবেন৷
advertisement
9/14
তুলা : বর্তমান পরিচিতি, সামাজিক বৃত্ত গুরুত্ব পাবে৷ পরিচিত মহলে কদর পাবে আপনার চিন্তাভাবনা৷ যাঁদের কাছে আপনার গুরুত্ব আছে, তাঁদের সঙ্গে কথা বলুন৷
advertisement
10/14
বৃশ্চিক : আপনার জ্ঞান ও আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটাবে এই পুণ্য পূর্ণিমা৷ নতুন পেশায় প্রবেশ করতে পারেন৷ কাজের জায়গায় আপনার কৃতিত্ব কুর্নিশ পেতে পারে৷ আপনি ব্যক্তিগত পরিসর পছন্দ করলেও লোকের কাছে কাজের জন্য প্রশংসিত হবেন৷
advertisement
11/14
ধনু: আপনার আধ্যাত্মিকতা ও জ্ঞান উন্মীলিত করবে এই পবিত্র পূর্ণিমা তিথি৷ নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে কথা বলতে দ্বিধা করবেন না৷
advertisement
12/14
মকর: নিজের ঋণভার এবং আর্থিক সংস্থান নিয়ে সতর্ক হোন৷ ইতিমধ্যেই নিজের দায়িত্ব আপনি পালন করেছেন গর্বের সঙ্গে৷ প্রিয়জনকে আর্থিক সাহায্য করতে হতে পারে৷
advertisement
13/14
কুম্ভ : পূর্ণিমায় আলোকিত হবে আপনার প্রেম৷ দুঃসময়ে যাঁরা পাশে ছিলেন, তাঁদের সঙ্গে যোগাযোগ বাড়বে৷ সকলের মনোযোগ ভাল না লাগলেও এটাই সেরা সময় নিজের প্রয়োজনগুলিকে স্পষ্ট করে বলা৷
advertisement
14/14
মীন : আপনার দায়িত্ববোধ এবং কর্মকুশলতা উদ্ভাসিত হবে চাঁদের আলোয়৷ কর্মসম্পাদ হয়ে উঠবে আপনার অহঙ্কার৷ দৈনন্দিন কাজে আগ্রহ ফিরে পাবেন৷ কোনও কাজে গর্বিতবোধ করলে নিজেই নিজেকে বাহবা দিতে ভুলবেন না৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Maghi Purnima on Zodiac Signs: মাঘের পূর্ণিমাতেই আজ বছরের প্রথম পূর্ণচন্দ্র! কোন রাশির প্রেম তুঙ্গে? কারই বা সোনায় সোহাগা? কাদের অর্থিক জীবন তছনছ? পড়ুন পূর্ণিমার রাশিফল
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল