TRENDING:

Maghi Purnima 2025 Lakshmi Puja Rituals: আজ মাঘী পূর্ণিমায় দেবী লক্ষ্মীকে দিন বিশেষ লাল ফুল! সন্ধ্যায় পান-আতপচাল দিয়ে ছোট্ট কাজেই ধনসম্পদের প্লাবন! অভাব কেটে উপচে পড়বে টাকা

Last Updated:
Maghi Purnima 2025 Lakshmi Puja Rituals: এই তিথিতে স্নান ও দান খুব পবিত্র৷ চাল, তিল এবং পাঁচরকম ফল দান করতে পারেন এই শুভ ক্ষণে৷ এই তিথিতে ভগবান বিষ্ণু ও লক্ষ্মীদেবীর পুজো করলে শুভ লাভ হবে
advertisement
1/8
আজ মাঘী পূর্ণিমায় দেবী লক্ষ্মীকে দিন বিশেষ লাল ফুল! আতপচাল দিয়ে ছোট্ট কাজেই টাকার প্লাবন
বুধবার পালিত হচ্ছে মাঘী পূর্ণিমা৷ এই তিথি অত্যন্ত পবিত্র ও পুণ্যদায়ী৷ এই শুভ তিথি ও মুহূর্তে পালনীয় একাধিক আচার ও আচরণ আছে৷ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি থাকবে রাত ৭টা ২৩ মিনিট পর্যন্ত। গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি শেষ হবে রাত ৭টা ৮ মিনিট ৪ সেকেন্ডে।
advertisement
2/8
এই তিথিতে স্নান ও দান খুব পবিত্র৷ চাল, তিল এবং পাঁচরকম ফল দান করতে পারেন এই শুভ ক্ষণে৷ এই তিথিতে ভগবান বিষ্ণু ও লক্ষ্মীদেবীর পুজো করলে শুভ লাভ হবে৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
advertisement
3/8
বলা হয় যে বাড়িতে মাঘী পূর্ণিমায় লক্ষ্মীপুজো করা হয়, সেখানে তাঁর চিরকালীন আসীন স্থায়ী হয়৷ সংসারে অভাব বলে কিছু থাকে না। অনটন দূর হয়ে আসে আর্থিক সাচ্ছ্বন্দ্যের প্লাবন। উন্নতি হয় কর্মস্থানে।
advertisement
4/8
এদিন প্রভাতে বা প্রদোষে (নির্দিষ্ট সময়ে) শুদ্ধ বসন ও শুদ্ধ চিত্তে লক্ষ্মীপুজো করুন৷ লক্ষ্মীপুজোয় লাল বা হলুদ ফুল নিবেদন করুন৷ পারলে লালপদ্ম অবশ্যই অর্ঘ্যে সাজিয়ে দিন৷ পুজোর সামগ্রীতে রাখুন পান, সুপারি, ধান, দূর্বা৷ ভোগ প্রসাদে ফলের সঙ্গে দিন জাফরানের সুগন্ধি-সহ তৈরি পায়েস৷
advertisement
5/8
বাড়ির কাছে অশ্বত্থ গাছ থাকলে সেখানে প্রদীপ প্রজ্বলন করুন। পুজো এবং প্রদক্ষিণ করুন। নিবেদন করুন ৫ রকম ফল বা মিষ্টি। পুজোর পর সেগুলি প্রসাদ হিসেবে বিতরণ করুন।
advertisement
6/8
এদিন সন্ধ্যায় ঠাকুরঘরে দেবী লক্ষ্মীর সামনে প্রজ্বলন করুন ঘিয়ের প্রদীপ। দেখবেন সেটা যেন রাতভর প্রজ্বলিত থাকে। যত ক্ষণ পূর্ণিমা থাকবে, তত ক্ষণ এই প্রদীপ প্রজ্বলিত থাকবে।
advertisement
7/8
লক্ষ্মীপুজোয় পিতল বা পাথরের বাসন ব্যবহার করুন। লোহা বা স্টিলের বাসন এই পুজোয় ব্যবহার করবেন না।
advertisement
8/8
নিখুঁত পান, সুপুরি, অখণ্ড আতপচাল এবং ১ টাকার মুদ্রায় সিঁদুর মাখিয়ে নিবেদন করুন মা লক্ষ্মীর পুজোয়। সন্ধ্যায় শুদ্ধ বসনে সন্ধ্যারতি করুন। তার পর ওই পান, সুপারি, অখণ্ড আতপচাল ও ১ টাকার মুদ্রা লাল শালুতে মুড়ে রাখুন চালের পাত্রে। কোনও দিন আপনার সংসারে অন্নাভাব হবে না। তবে এই কাজ করুন সকলের নজরের অন্তরালে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Maghi Purnima 2025 Lakshmi Puja Rituals: আজ মাঘী পূর্ণিমায় দেবী লক্ষ্মীকে দিন বিশেষ লাল ফুল! সন্ধ্যায় পান-আতপচাল দিয়ে ছোট্ট কাজেই ধনসম্পদের প্লাবন! অভাব কেটে উপচে পড়বে টাকা
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল