Maghi Purnima Snan: মাঘী পূর্ণিমার মাহাত্ম্য জানেন ! এই পূর্ণিমায় মহাকুম্ভে স্নান কেন এত পবিত্র মনে করা হয় জানেন?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, মাঘী পূর্ণিমায় 'পুণ্য স্নান' করা হয়। জেনে নেওয়া যাক মাঘী পূর্ণিমায় কেন স্নান মাহাত্ম্য রয়েছে।
advertisement
1/6

প্রয়াগরাজে মহাকুম্ভে দেশ-বিদেশের বহু পুণ্যার্থীর সমাগম হয়েছে। প্রতি দিন মহাকুম্ভে সঙ্গমে লক্ষ লক্ষ মানুষের জন সমাগম হচ্ছে। প্রতীকী ছবি
advertisement
2/6
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, পূর্ণিমা এবং অমাবস্যায় বিশেষ সংযোগ তৈরি হয় এবং এই সময় স্নান করা অতান্ত শুভ বলে মনে করা হয়। ১২ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন স্নান মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতীকী ছবি
advertisement
3/6
জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, মাঘী পূর্ণিমায় 'পুণ্য স্নান' করা হয়। জেনে নেওয়া যাক মাঘী পূর্ণিমায় কেন স্নান মাহাত্ম্য রয়েছে। প্রতীকী ছবি
advertisement
4/6
মাঘী পূর্ণিমার স্নানের শুভ মুহূর্তবৈদিক পঞ্চাঙ্গ অনুসারে, মাঘী পূর্ণিমার দিন ভোর ৫টা বেজে ১০ মিনিট থেকে সকাল ৬টা বেজে ১০ মিনিট পর্যন্ত শুভ মুহূর্ত থাকবে। প্রতীকী ছবি
advertisement
5/6
মাঘী পূর্ণিমার দিন দান করা খুব শুভ বলে মনে করা হয়। মনে করা হয় এই দিন অসহায় ব্যক্তিদের ফল, কাপড় দান করলে জীবনে সুখ সমৃদ্ধি নেমে আসে। প্রতীকী ছবি
advertisement
6/6
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Maghi Purnima Snan: মাঘী পূর্ণিমার মাহাত্ম্য জানেন ! এই পূর্ণিমায় মহাকুম্ভে স্নান কেন এত পবিত্র মনে করা হয় জানেন?