TRENDING:

Maghi Purnima 2024 Bad Luck for these Zodiac Signs: প্রতি পদে বাধা! আজ মাঘী পূর্ণিমার পবিত্র তিথিতে তছনছ হতে পারে এই ৩ রাশির ভাগ্যের চাকা

Last Updated:
Maghi Purnima 2024 Bad Luck for these Zodiac Signs: আজ মাঘী পূর্ণিমার পবিত্র তিথি। বাংলার পঞ্জিকা ও ক্যালেন্ডারে ফাল্গুন মাস হলেও বাংলার বাইরের পঞ্জিকা অনুযায়ী এখন মাঘমাস। ফলে ফাল্গুনেই পালিত হবে ‘মাঘী পূর্ণিমা।’দৃকসিন্ধান্ত পঞ্জিকা অনুযায়ী আজ, শনিবার সন্ধ্যা ৬ পর্যন্ত আছে এই পুণ্যতিথি। অন্য পঞ্জিকা মতে এদিন বিকেল ৫.২২ পর্যন্ত থাকছে পূর্ণিমা।
advertisement
1/6
প্রতি পদে বাধা! আজ মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে তছনছ হতে পারে এই ৩ রাশির ভাগ্যচাকা
আজ মাঘী পূর্ণিমার পবিত্র তিথি। বাংলার পঞ্জিকা ও ক্যালেন্ডারে ফাল্গুন মাস হলেও বাংলার বাইরের পঞ্জিকা অনুযায়ী এখন মাঘমাস। ফলে ফাল্গুনেই পালিত হবে ‘মাঘী পূর্ণিমা।’
advertisement
2/6
দৃকসিন্ধান্ত পঞ্জিকা অনুযায়ী আজ, শনিবার সন্ধ্যা ৬ পর্যন্ত আছে এই পুণ্যতিথি। অন্য পঞ্জিকা মতে এদিন বিকেল ৫.২২ পর্যন্ত থাকছে পূর্ণিমা।
advertisement
3/6
এই পুণ্যরাশি কিছু রাশির জন্য পুণ্যের হলেও, সৌভাগ্য বয়ে আনলেও কিছু রাশির জন্য অত সুখের সময়ও নয়। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
advertisement
4/6
মেষরাশির জীবনে এই তিথিতে আসতে পারে বাধা ও প্রতিকূলতা। একাধিক ঘটনায় পরীক্ষা দিতে হবে ধৈর্যের। কর্মদক্ষতা, সম্পর্কের টানাপড়েনের ক্ষেত্রে পড়তে হতে পারে। প্রতিকূলতার সঙ্গে মানিয়ে চলার মানসিকতা তৈরি করতে হবে।
advertisement
5/6
মিথুনরাশির জাতক জাতিকাদের পড়তে হবে মানসিক দ্বন্দ্বে। নানা ক্ষেত্রে পড়তে হবে অনিশ্চয়তা ও দোলাচলে। বন্ধুবৃত্ত, কাছের মানুষ ও পরিজনদের নিয়ে তৈরি করুন মানসিক বৃত্ত। ভরসা পাবেন কঠিন সময়ে।
advertisement
6/6
মীনরাশির জাতক জাতিকাদের ঘিরে থাকবে নেগেটিভ এনার্জি। আবেগের সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া থাকলেও প্রতিকূলতার মুখে পড়তে হবে। অতিরিক্ত আবেগপ্রবণ হওয়ার মাশুল দিতে হবে। উচ্চাশার কিছু অংশ পূর্ণ হলেও বাধার মুখে পড়তে হবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Maghi Purnima 2024 Bad Luck for these Zodiac Signs: প্রতি পদে বাধা! আজ মাঘী পূর্ণিমার পবিত্র তিথিতে তছনছ হতে পারে এই ৩ রাশির ভাগ্যের চাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল