Maghi Ganpati Jayanti 2026: এই বছর কবে মাঘী গণেশ জয়ন্তী? কখন করবেন সিদ্ধিদাতার আরাধনা? জানুন সঠিক সময় ও বিধি
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Maghi Ganesh Chaturthi 2026: সরস্বতী পুজোর আগে গণেশ পুজো করা হয় শাস্ত্রমতে। জেনে নিন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী ২০২৬ সালের গণেশ চতুর্থীর সঠিক তিথি ও সময়
advertisement
1/5

পুরান মতে মনে করা হয় যে কোনও পুজো করার আগে গণেশকে পুজো করা হয়। ভগবান শিব মাতা পার্বতীকে যে আশীর্বাদ করেছিলেন, তার ফলেই সমস্ত দেবতার আগে পুজো করা হয় গণেশকে। মনে করা হয় গণেশের পূজো করলে যে কোন পুজো সার্থক হয়, কিন্তু যদি গণেশের পূজো না করা হয় তাহলে কোনও পুজোয় সম্পন্ন হয় না।
advertisement
2/5
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, গণেশ পুজোর হাত ধরে আর শেষ হয় সরস্বতী পুজোর হাত ধরে। তাই সরস্বতী পূজোর পাশাপাশি গণেশ পূজোর দিনক্ষণও আপনাকে এক নজরে দেখে নিতে হবে। সরস্বতী পুজোর ঠিক আগের দিনই হবে গনেশ দাদার পুজো। ২০২৬ সালের গণেশ চতুর্থী কবে সংঘটিত হবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক।
advertisement
3/5
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, গণেশ চতুর্থী আরম্ভ হবে ৭ মাঘ, বুধবার। ইংরেজিতে ২১ জানুয়ারি অর্থাৎ বুধবার। রাত ২:৪৯ মিনিট থেকে শুরু হবে চতুর্থী, চলবে ৮ মাঘ বৃহস্পতিবার অর্থাৎ ২২ জানুয়ারি রাত ২:২৯ মিনিট পর্যন্ত।
advertisement
4/5
জ্যোতিষবীদ এও জানিয়েছেন, চতুর্থ আরম্ভ হবে বাংলার ৭ মাঘ অর্থাৎ বুধবার, ইংরেজি মাসের ২১ জানুয়ারি অর্থাৎ বুধবার। সময় রাত ২:২১ মিনিট ১৪ সেকেন্ড। চতুর্থী শেষ হবে বাংলার ৮ মাঘ বৃহস্পতিবার অর্থাৎ ২২ জানুয়ারি রাত ১:৩৭ মিনিট ৩৯ সেকেন্ডে।
advertisement
5/5
পূজার স্থান পরিষ্কার করুন। মন্দির বা উপাসনালয়কে ফুল ও আলো দিয়ে সাজান। পোস্টে লাল কাপড় বিছিয়ে গণেশের মূর্তি স্থাপন করুন। সিঁদুর এবং দূর্বা অর্পণ করে ভগবান গণেশকে ২১ টি লাড্ডু নিবেদন করুন। গণেশ জিকে ৫টি লাড্ডু নিবেদন করুন এবং দরিদ্র বা ব্রাহ্মণদের মধ্যে বিতরণ করুন। গণেশের গল্প, চালিসা ও আরতি করুন। এর পর ভগবানের থেকে আশীর্বাদ নিন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Maghi Ganpati Jayanti 2026: এই বছর কবে মাঘী গণেশ জয়ন্তী? কখন করবেন সিদ্ধিদাতার আরাধনা? জানুন সঠিক সময় ও বিধি