Magh Month Astro Tips: চলছে মাঘমাস, বিশেষ ৩ গাছের যে কোনও ১ টি বাড়িতে রোপণ করলেই পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদ! বাড়ি থেকে পালাবে অভাব ও অমঙ্গলের কালো ছায়া
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Magh Month Astro Tips: এই মাসে কিছু আচার আচরণ এবং রীতিনীতি পালন করলে সংসারে অভাব ও দুঃখকষ্ট থাকে না
advertisement
1/7

চলছে মাঘমাস৷ প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মাস ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয়৷ এই মাসে তাঁর আরাধনা এবং পুজোপাঠ খুবই গুরুত্বপূর্ণ৷ বলা হয় এই মাসে কিছু আচার আচরণ এবং রীতিনীতি পালন করলে সংসারে অভাব ও দুঃখকষ্ট থাকে না৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷
advertisement
2/7
মাঘ মাসে যদি ভোরবেলা গঙ্গায় পুণ্যস্নান করা যায়, তাহলে জীবনের পাপ দূর হয়ে লাভ করা যায় পুণ্যফল৷ গঙ্গাস্নান যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই স্নানের সময় পূর্বদিকে মুখ করে কৃষ্ণনাম জপ করুন বা ‘গঙ্গা গঙ্গা’ বলুন৷
advertisement
3/7
স্নানের জলে যদি গঙ্গাজল বা কালো তিল মিশিয়ে নিতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়৷
advertisement
4/7
মাঘ মাসের সন্ধ্যায় ভগবান কৃষ্ণের সামনে মাটির প্রদীপে ঘি দিয়ে প্রজ্বলন করুন৷ তার পর সেই প্রদীপে আলোকিত করুন বাড়ির উত্তর দিক৷ তাহলে সংসারে কোনও অনটন থাকবে না৷ সংসারে বর্ষিত হবে মা লক্ষ্মীর কৃপা৷
advertisement
5/7
মাঘের সোম বা শুক্রবার বাড়িতে রোপণ করুন কৃষ্ণ তুলসিগাছ৷ অর্থাৎ যে তুলসিগাছের পাতা কালো রঙের৷ এর ফলে বাড়ির চৌকাঠ পেরবে না দারিদ্র ও অমঙ্গলের কালো ছায়া৷
advertisement
6/7
মাঘমাসের সোম বা মঙ্গলবার বাড়ির পূর্ব বা পশ্চিম বা উত্তর দিকে রোপণ করুন নীলকণ্ঠ বা নীল অপরাজিতা ফুলের গাছ এবং শ্বেত আকন্দ গাছ৷ সংসার থেকে দূর হবে অন্নাভাব ও অনটন৷ কেটে যায় পারিবারিক অশান্তি বা কলহ৷
advertisement
7/7
মাঘ মাসে বাড়িতে জলাধারে রোপণ করুন পদ্মগাছ৷ এই লক্ষণ অত্যন্ত শুভ৷ পদ্মগাছ মা লক্ষ্মীর প্রতীক৷ বলা হয়, পদ্মগাছ রোপণ করলে বাড়িতে চিরস্থায়ী আসন থাকে পদ্মালয়া দেবী লক্ষ্মীর৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Magh Month Astro Tips: চলছে মাঘমাস, বিশেষ ৩ গাছের যে কোনও ১ টি বাড়িতে রোপণ করলেই পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদ! বাড়ি থেকে পালাবে অভাব ও অমঙ্গলের কালো ছায়া